নুসরতই প্রথম নন, এর আগেও বিয়ে করেছিলেন যশ! অভিনেতার প্রথম স্ত্রী কে ছিলেন জানেন?

Published on:

নুসরতই প্রথম নন, এর আগেও বিয়ে করেছিলেন যশ! অভিনেতার প্রথম স্ত্রী কে ছিলেন জানেন?

নুসরাত এবং যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে যথেষ্ট। কিন্তু সেই সমস্ত জটিলতা কাটিয়ে এখন সুখের সংসার করছেন নুসরাত এবং যশ। তবে জানেন কি নুসরাতের যেমন প্রাক্তন স্বামী রয়েছে ঠিক তেমনি যশেরও আগে একবার বিয়ে হয়েছিল।

জানা যায় প্রেম করেই বিয়ে হয়েছিল যশ দাশগুপ্ত এবং তার প্রথম পক্ষের স্ত্রী শ্বেতা সিং কালহানসের। তিনি আপাতত মুম্বাইবাসী তবে তাদের বিয়ে হয়েছিল কলকাতাতেই। নিজেদের মধ্যে বনিবনার অভাবে সম্পর্কে বিচ্ছেদ ঘটে তাদের। তাদের একটি ছোট ছেলে রয়েছে।

   
 ⁠

সূত্রের খবর ইন্ডাস্ট্রির সঙ্গেও একসময় যুক্ত ছিলেন শ্বেতা। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান হয়। কিন্তু সেই সন্তান তাদের মায়ের সঙ্গে থাকে না। বরং আবার শোনা যায় সেই ছেলের সঙ্গে নুসরাতের খুব ভালো সম্পর্ক।

  
 ⁠

এইসেটা একটি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন। নুসরাত যশের সম্পর্ক নিয়ে যে এত জটিলতা এবং জল ঘোলা হয়েছে সে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। নিজের জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন যশের প্রথম পক্ষের স্ত্রী।