শাহরুখ খান বরাবরই ভালো ব্যবহারের জন্য তালিকার শীর্ষে রয়েছেন। এমনকি অনুরাগীদের যাবতীয় আবদারও মিটিয়ে থাকেন তিনি বরাবর। এবার এক প্রশ্ন উত্তর পর্বে ভক্তদের আবদার মেনে নিজের ফোন নম্বর শেয়ার করলেন। জানালেন , তাঁকে ম্যাসেজ করে রাখতে। সময় পেলেই উত্তর দেবেন তিনি।
এক প্রশ্ন উত্তর পর্বে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয় বাদশাহকে। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, তাঁর শরীরে কোনও ট্যাটু আছে কিনা? উত্তরে কিং খান জানান, “না আমার ট্যাটুতে খুব ভয় করে! তাই নেই। তবে ‘হ্যারি মেটস সেজল’-এ একটা বড় ট্যাটু আমার বুকে আঁকা হয়েছিল। এমনিতে আমার ট্যাটু নেই”। প্রাইভেট জেট আছে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, এখনও নেই তবে খুব শীঘ্রই চেষ্টা করবেন কেনার।
এরপরেই ফোন নম্বর জানতে চাওয়া হয় শাহরুখের। তখনই একবারও না ভেবে নিজের ফোন নম্বর দিয়ে দেন তিনি। বলেন, “আমার ফোন নম্বর ৫৫৫৯৯৬০৩২১-এই নম্বরে কল করতে পারেন। অথবা আমার জন্য একটি মেসেজ দিয়ে রাখুন, আমি সময় মতো অবশ্যই উত্তর দেব”। তবে নম্বরের সত্যতা যাচাই করা হয় নি।
নেটিজেনরা লিখেছেন, ‘কপালে থাকলে ঠিক ফোন লেগে যাবে!’ তবে বহু মানুষ ভয়েস ম্যাসেজ করেছেন এই নম্বরে। শাহরুখের এই ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই।