দু’ দশক পেরিয়ে কেবিসি আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়। শেষ হয়েছে কেবিসির ১৬তম মরশুম। সেই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। কিন্তু শোনা যাচ্ছে আগামী সিজনে আর তাঁকে দেখা যাবে না। কিন্তু অগুনতি ভক্তের ভালোবাসায় ফের শুরু হচ্ছে এই কুইজ শো।
সোনি এন্টারটেইনমেন্ট একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানেই দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন জানাচ্ছেন, ১৪ এপ্রিল ঠিক রাত ৯ টা থেকে শুরু হতে চলেছে রেজিস্ট্রেশন। আসতে চলেছে কৌন বানেগা ক্রোড়পতি। প্রশ্নের উত্তর দিলেই পাওয়া যাবে হট সিটে বসার সুযোগ।
২০০০ সালের ৩ জুলাই টেলিভিশনে প্রথম শুরু হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ২৪ বছর পেরিয়ে এবার সেই অনুষ্ঠানের ১৭তম সিজনে প্রবেশ করার পালা। গত বছর যখন কৌন বানেগা ক্রোড়পতির শেষ পর্ব সম্প্রচারিত হল তখন চোখের জলে আবেগ তাড়িত হতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে।
শোনা গিয়েছিল এবারে এই সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে শাহরুখ খানকে। আবার একইসঙ্গে উঠে আসছে ঐশ্বর্য রাই বচ্চন সহ মহেন্দ্র সিং ধোনির নামও। প্রসঙ্গত, অমিতাভের অসুস্থতার কারণে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৩ শাহরুখ সঞ্চালনা করেছিলেন। কিন্তু এই প্রোমো দেখে এই বিষয়টি নিশ্চিত যে আগামী সিজনেও সঞ্চালকের দায়িত্ব পালন করবেন স্বয়ং শাহেনশাহই।