দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা গৌরী! স্ত্রীর কাছে আজব আবদার করে বসেছিলেন শাহরুখ

Published on:

দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা গৌরী! স্ত্রীর কাছে আজব আবদার করে বসেছিলেন শাহরুখ

বরাবরই ফ্যামিলি ম্যান শাহরুখ খান। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। পোষ্য থেকে বাড়ির প্রতিটি সদস্য সকলের সঙ্গেই নির্ভেজাল সময় কাটাতে চান বাদশা। গৌরী খান যখন দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা ছিলেন তখন শাহরুখ এক বিশেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন।

গৌরী খান যখন দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্তা ছিলেন তখন শাহরুখ চেয়েছিলেন তার মেয়ে হোক। ইচ্ছে পূরণ করে মেয়েই হয়েছিল। শাহরুখের এক ইচ্ছে ছিল। তিনি চেয়েছিলেন যদি তিনি আগে বাড়ি কিনতে পারেন তাহলে সেই বাড়ির নাম রাখবেন মন্নত অথবা যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবে মন্নত বা সুহানা। এরপর মেয়ে হলে তার নাম রাখেন সুহানা।

   
 ⁠

সুহানা হওয়ার সময় শাহরুখ থাকতেন একটি পেন্টহাউজে। এরপর ধীরে ধীরে তিনি কিনলেন ৭০০ কোটির রাজপ্রাসাদ। নাম রাখলেন মন্নত। এই মন্নত শাহরুখের জীবনের প্রাণ।

  
 ⁠

তিন সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুখের সংসার শাহরুখ খানের। একেবারে শূন্য পকেট থেকে উঠে এসে মুম্বাইয়ে 700 কোটি টাকার বাড়িতে থাকেন তিনি। অন্যান্য ধনী অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম শাহরুখ খান। তবে এই অবস্থাতে এসেও তিনি জানান কারোর সঙ্গে সেভাবে তিনি মায়ায় জড়াতে চান না। তবে এই নিয়ে তার জীবনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে কিং খান বলেন, “কোন কিছুর প্রতি আমার অ্যাটাচমেন্ট নেই। আমি অ্যাটাচমেন্টকে ভয় পাই। খালি মনে হয় সেই মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায়, তা হলে আমি খুব কষ্ট পাব। যন্ত্রণা ভোগ করব। আমি তখনই দুঃখ পাই যখন দেখি আমার জীবনে কেউ মারা গিয়েছেন কিংবা আমাকে ছেড়ে চলে গিয়েছেন। কেন না, তাঁদের আমার প্রতি আর কোনও টানই নেই”।