আংটি বদল সম্পন্ন, অপেক্ষা শুধু ছাদনা তলায় যাওয়ার! বলিউডি প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী

Published on:

আংটি বদল সম্পন্ন, অপেক্ষা শুধু ছাদনা তলায় যাওয়ার! বলিউডি প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী

বঙ্গ ললনা বলতে যা বোঝায় একেবারে তার আইডিয়াল উদাহরণ ঋতাভরী চক্রবর্তী। তার চাহনি, চলন ধরন সবকিছুই যেন ঘুম কাড়ে দর্শকদের। আর নিজের প্রতি মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডি প্রেমিকের সঙ্গে আলাপ করিয়েছেন ঋতাভরী। এবার নতুন বছরের বাগদান সেরে ফেললেন অভিনেত্রী।

বলিউড লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। আগেও প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। কিছুদিন আগেই আদুরে পোস্ট করে তিনি লিখেছেন, “এই অশান্ত সময়ে তুমিই আমার শান্তির জায়গা”। প্রেমিককে নিজের ঘর, নিজের মানুষ’ বলেই উল্লেখ করেছেন অভিনেত্রী।

   
 ⁠

আংটি বদল হয়ে গিয়েছে তাঁদের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে অভিনেত্রী লেখেন, “এবং আমরা একে অপরকে সারা জীবন বিরক্ত করার এবং ভালবেসে যাওয়ার পরিকল্পনায় হ্যাঁ বললাম। আমি ও আমার মিস্টার রাইট”।

  
 ⁠

ঋতাভরী জানিয়েছিলেন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন নায়িকা। একেবারে ঘনিষ্ট কয়েকজনকে নিয়ে হবে অনুষ্ঠান। তবে জাঁকজমক থাকবে।

বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে সারবেন তিনি। ডেস্টিনেশন ওয়েডিং করবেন থাইল্যান্ডে। প্রীতিভোজের আয়োজন হবে রাজকীয়। সমস্ত কাছের মানুষরা উপস্থিত থাকবে সেখানে। গতবছরই শেষের দিকে প্রেমিকের পরিচয় প্রকাশ্যে এনেছিলেন তিনি।