নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অমলিন ব্যবহারের জন্য বরাবরই জনপ্রিয় শাহরুখ খান। কিন্তু এই বলিউডের বাদশার যেন পিছু ছাড়েনা বিতর্ক। এই অভিনেতার বিরুদ্ধেই এবার উঠলো খারাপ ব্যবহার করার অভিযোগ। আর মুহূর্তেই ভাইরাল হল সেই ভিডিও।
এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুম্বাই বিমানবন্দরে নেমেছেন শাহরুখ খান। সেখানে তার সঙ্গে রয়েছেন সহকারী পূজা দাদলানি। চোখে চশমা, লেদারের কালো জ্যাকেট পড়ে বেরিয়ে আসছিলেন কিং খান। সেই সময় খুব স্বাভাবিকভাবেই উত্তেজিত ভক্তরা তাকে ঘিরে ধরে। এদের মধ্যে একজন অতি উৎসাহিত অনুরাগী শাহরুখ খানের দিকে ফোন বাড়িয়ে দেন তার সঙ্গে একটি নিজস্বী তোলার জন্য। আর সেখানেই গোল বাধে।
দেখা যায় ওই ভক্তকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছেন শাহরুখ। একই সঙ্গে ভক্তের এই আবদারে বেশ রেগে গিয়েছেন বাদশা। আর এই মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে চটজলদি। এই ভিডিও ভাইরাল হতেই বেশ খানিকটা সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
বেশ কিছুদিন থেকেই ক্যামেরা কে এড়িয়ে যাচ্ছিলেন শাহরুখ। নিজেকে রেখেছিলেন প্রচারের অন্তরালে। কিন্তু পাঠান ছবির মুক্তির পর আবার প্রকাশ্যে আসছেন তিনি।