শ্রীদেবী, মাধুরী দিক্ষিত, জুহি চাওলা, কাজল, করিশ্মা কাপুর ৯০ এর দশকে রীতিমতো বলিউডে দাপিয়ে বেড়াতেন এই অভিনেত্রীরা। এদের মধ্যে মাধুরী দীক্ষিত, কাজল অবশ্য এখনো সিনেমা করছেন। তবে জানেন কি সেই সময় এই অভিনেত্রীরা কত পারিশ্রমিক নিতেন?
প্রথমেই জানা যাক কাজলের কথা। শাহরুখ খানের সঙ্গে তার জুটি চিরন্তন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায় মত সিনেমা করার পর তার পারিশ্রমিক বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। প্রথমদিকে কাজল এক একটা সিনেমা করার জন্য নিতেন ৫০ থেকে ৭০ লাখ টাকা। কিন্তু পরে তা বেড়ে এক কোটিতে এসে দাঁড়ায়।
বলিউডের আরো এক জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। গোবিন্দর সঙ্গে তার জুটি এক কথায় অনবদ্য। এই অভিনেত্রী এক একটি সিনেমার জন্য পারিশ্রমিক নিতেন ৫০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত। তবে ‘বিবি নম্বর ওয়ান’, ‘দিল তো পাগল হ্যায়’ ‘হাম সাথ সাথ হ্যায়’-এই সব ছবি থেকে তিনি ১ কোটি টাকা করে নিতে শুরু করেন।
এরপরেই রয়েছেন ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত। প্রথমে মাধুরী প্রতি ছবি ২৫ থেকে ৩০ লক্ষ টাকা নিতেন। কিন্তু তিনি সুপারহিট হওয়ার পর মাধুরী নিতেন ২ কোটি ৭০ লক্ষ টাকা।’দিল তো পাগল হ্যায়’, ‘তেজাব’, ‘দিল’, ‘সাজন’ আজও অমলিন দর্শকদের মনে।
শ্রীদেবীও প্রথম দিকে কম টাকা পেলেও ছবি হিট হতেই ৬০ লক্ষ টাকা করে নিতেন প্রতি ছবি। তবে শেষের দিকে তিনি প্রতি ছবি ১ কোটি টাকা নিতেন। অন্যদিকে, জুহি চাওলা সে সময় প্রতি ছবি পিছু পেতেন ২০ লাখ টাকা। সর্বশেষ ২৫ থেকে ৪০ লাখের মধ্যেই ছিল তার পারিশ্রমিক।