কান ধরে চড় মারলেন, তারপর টানতে টানতে….! ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন রণবীর কাপুর

Published on:

কান ধরে চড় মারলেন, তারপর টানতে টানতে....! ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন রণবীর কাপুর

স্কুলে আমরা যতই মার-বকা খাইনা কেন তাও যেন স্কুলের স্মৃতি বরাবরই মধুর। এবার তেমনই স্কুলের এক স্মৃতি রোমন্থন করলেন বলিউড স্টার রণবীর কাপুর। প্রধান শিক্ষকের কাছে তিনি কীভাবে মার খেয়েছিলেন সেই কথাই ভাগ করে নিলেন। অভিনেতার এই কথা শুনে হেসে উঠলেন দর্শকরাও।

একবার কপিল শর্মার শোয়ে এসে স্কুল জীবনের অজানা কাহিনী বলেন রণবীর। তখনই তিনি জানান এই ঘটনার কথা। বলেন, “আমি দুষ্টু ছেলে ছিলাম। আমি বারান্দায় দুষ্টুমি করছিলাম। আমি সব সময় শেষ বেঞ্চে বসতাম। হঠাৎ ওপরে দেখি প্রিন্সিপাল দাঁড়িয়ে। আমাদের স্কুলে আমাদের খুব মারা হতো।”

   
 ⁠

অভিনেতা আরও বলেন, “উনি আমার কান ধরে বারান্দাতেই চড় মারেন। তারপর আমায় সেখান থেকে টানতে টানতে ক্লাসে নিয়ে আসেন”। স্কুলের সেই মার খাওয়ার স্মৃতি এখনও ভুলতে পারেননি অভিনেতা।

  
 ⁠

ছবির পর্দায় বহুবার স্কুল ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। অ্যানিমাল ছবিতেও রণবীর কাপুরের লুক চর্চিত। স্কুলের দাপটও চোখে পড়ে। এবার রিল লাইফ থেকে বেরিয়ে রিয়েল লাইফের স্কুল জীবনের গল্প শোনালেন রণবীর।