আগের থেকে বদলেছেন অনেকটাই! ব্যক্তিগত ও কর্মজীবনকে একসঙ্গে সমানতালে সামলাচ্ছেন দিতিপ্রিয়া

Published on:

আগের থেকে বদলেছেন অনেকটাই! ব্যক্তিগত ও কর্মজীবনকে একসঙ্গে সমানতালে সামলাচ্ছেন দিতিপ্রিয়া

সেই দুর্গা সিরিয়াল দিয়ে শুরু। তারপর একের পর এক সিনেমা, ছোটপর্দা, ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে এখন প্রতিষ্ঠিত দক্ষ অভিনেত্রী তিনি। কথা হচ্ছে দিতিপ্রিয়া রায়কে নিয়ে। তাঁর অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করেছেন তিনি।

বর্তমানে দিতিপ্রিয়া বড় পর্দা থেকে ওটিটি সঙ্গে অভিনয় করছেন। করুণাময়ী রাসমণি ধারাবাহিকে রাসমণির চরিত্রে তাঁর অভিনয় এক কথায় অসাধারণ। কিন্তু সেই তকমা ঝেড়ে ফেলে সম্প্রতি এক ওয়েব সিরিজে রাশি চরিত্রে যেভাবে ধরা দিয়েছেন তিনি তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

   
 ⁠

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আগের থেকে অনেক বদলেছেন তিনি। ছোটবেলায় যে সমস্ত কথা মুখের উপর সোজা সাপটা বলে দিতে পারতেন সে কথাই এখন রয়ে সয়ে বলেন। কারোর কিছু খারাপ লাগলেও বুঝিয়ে ঠান্ডা মাথায় বলেন।

  
 ⁠

এখন তাঁর লক্ষ্য, ব্যক্তিগত জীবন ও কর্মজীবনকে সমান তালে চালিয়ে নিয়ে যাওয়া। অবশ্যই ভালো চরিত্রে ভালো অভিনয় করতে চান তিনি। এছাড়াও চান মানুষের সমস্যায় বিপদে সাধ্যমত পাশে থাকতে। এটা তাঁকে বড্ড বেশি আনন্দ দেয়।