দূরত্ব মিটিয়ে আবারও একবার কাছাকাছি এসেছেন রাহুল প্রিয়াঙ্কা। কিন্তু তাঁদের পোস্ট দেখে নেটিজেনদের মত, হয়ত তাদের মধ্যে দূরত্ব মিটেও মেটেনি। যদিও এর জবাব দিয়েছিলেন রাহুল। তবে সহজ হওয়ার পর থেকে প্রিয়াঙ্কার মনোযোগ নাকি কমে গেছে তাঁর প্রতি। এমনটাই অভিযোগ রাহুলের।
রাহুল একবার এক সাক্ষাৎকারে জানান, “আমি সহজ হওয়ার আগে প্রিয়াঙ্কার ১০০ শতাংশ মনযোগ পেতাম। ছেলে হওয়ার পর সহজের দিকে ওটা পুরো চলে এল। আমিও একটু একা হয়ে গেলাম”।
রাহুল প্রিয়াঙ্কার বিয়ের ১৩ বছর পূর্ণ হয়েছে। মাঝে ৬ বছর আলাদা থাকার পর ফের এক হয়েছেন তাঁরা। তবে ছেলের জন্যই যে তাঁরা এক হয়েছেন সেই কথাও স্বীকার করেছেন তিনি।
রাহুল বলেন, “ছেলের জন্য তো আমাদের মাঝেমাঝেই কথা হত। আমাদের যোগাযোগ থেকেই গিয়েছিল। আর এত বছর ধরে আমরা চিনি একে-অপরকে। চিরদিনির আগেও তো আমরা একসঙ্গে অনেক সিরিয়াল করেছি। দুজনে দুজনের অভাব বোধ করছিলাম। ছেলেও এমন বয়সে এসেছিল, যখন ওর কিছু স্থির উত্তর দরকার”।
তাঁর সংযোজন, “আমরাও দেখলাম, আমাদের দুজনের দুজনকে বেশি ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, বুঝতে পারি অনেক বেশি। কেউ কাউকে কখনও বিচার করব না। আর সব মিলিয়েই বুঝতে পারি আমরা একে-অন্যের জন্য পারফেক্ট”।