সন্তানের ক্ষতি করেছিল সরীসৃপ! সেই সাপের চোখ খুবলে নিল মা পাখি

Published on:

সন্তানের ক্ষতি করেছিল সরীসৃপ! সেই সাপের চোখ খুবলে নিল মা পাখি

মা যেন মা-ই হয়। তা সে মানুষ হোক কিংবা পশু পাখি। নিজের সন্তানের ক্ষতি হলে প্রতিশোধ নেওয়ার জন্য সে রুদ্র মূর্তি ধারণ করতে পারে। তাতে প্রতিপক্ষ যতই ক্ষমতাশীল হোক না কেন। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। একটি সাপের চোখ খুবলে নিয়েছে এক ছোট্ট পাখি।

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ধীরে ধীরে পাখিটার দিকে পাল্টা আক্রমণ করতে এগিয়ে চলেছে সাপটা। সাপটি যে দেখতে পাচ্ছে না তা বোঝা গিয়েছে ভিডিয়ো দেখেই। কঠিন টক্কর দেওয়ার চেষ্টা করছে, পাখিটার সঙ্গে যুঝে ওঠায় মগ্ন সাপটি।

   
 ⁠

আসল বিষয়টি হল সাপটি পাখিটির ডিম খেয়ে নিয়েছিল। আর তাতেই ক্ষুব্ধ হয়ে পাখিটি নিজের তীক্ষ্ণ ঠোঁট দিয়ে ঠুকরে সাপের চোখ খুবলে দিয়েছে। তবে সাপটিও ছাড়তে নারাজ। ভিডিওয় দেখা যাচ্ছে তার চোখ থেকে রক্ত বেরোচ্ছে। কিন্তু তাও লড়াই চালিয়ে যাচ্ছে সে।

  
 ⁠

এই ভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করেছেন, একটা পাখি গিলে ফেলার পরেই সাপটির এই অবস্থা হয়েছে। তিন লাখেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে।