বলিউডের অন্যান্য সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম রাধিকা আপ্তে। গতানুগতিক সিনেমা ছাড়াও নিজেকে ভেঙেচুরে যেভাবে নিত্যনতুন ছবি উপহার দিচ্ছেন এই অভিনেত্রী তা সত্যি কার এই প্রশংসার দাবি রাখে। তার একের পর এক সাহসী অভিনয় সব সময় চর্চার কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সিনেমায় সাহসী দৃশ্যের অভিনয় নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। সেখানে একেবারে অকপট স্বীকারোক্তি দেন অভিনেত্রী। খোলামেলা আলোচনা করেন সাহসী দৃশ্য নিয়ে। একই সঙ্গে নিজের পড়াশোনা, কেরিয়ার ও টিটিতে অভিনয় সবকিছু নিয়ে মুখ খুলেন তিনি।
সে অনুষ্ঠানে সঞ্চালিকা তাকে প্রশ্ন করেন, সাহসী দৃশ্যে তিনি কিভাবে এত সুন্দর অভিনয় করেন তাই নিয়ে। এর উত্তরে সাবলীলভাবে অভিনেত্রী জানান, “আমার মনে হয় না নিজের শরীর নিয়ে লজ্জার কিছু আছে। যেটা সবচেয়ে খারাপ সেটা হল, শরীর নিয়ে লজ্জা সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যেটা নিয়ে আদতে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। আমরা তো শরীরটা নিয়েই পৃথিবীতে এসেছি,তাই শরীরকে লজ্জা নয় বরং সম্মান করা উচিত”।
অভিনেত্রীর কথায়, তার বাবা-মা দুজনেই চিকিৎসক তাই শরীর বিষয়টিকে তিনি এতটা সাহসী বলেই মনে করেন না। বরং যারা এসব নিয়ে আলোচনা করেন তাদের ভীষণ পিছিয়ে পড়া বলেই ভাবেন তিনি। একই সঙ্গে অভিনেত্রী জানান তিনি কখনো শরীর নিয়ে লজ্জা পাননি কারণ তিনি নিজেকে ভালোবাসেন এবং নিজের শরীরকেও ভালবাসেন।