জন্মদিনের পার্টিতে গিয়ে নাজেহাল অবস্থা! এই পরিস্থিতির কথা স্বপ্নেও ভাবেননি অঙ্কুশ

Published on:

জন্মদিনের পার্টিতে গিয়ে নাজেহাল অবস্থা! এই পরিস্থিতির কথা স্বপ্নেও ভাবেননি অঙ্কুশ

অনেক শখ করে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। কিন্তু সেখানে গিয়ে তাঁকে এমন ভাবে নাজেহাল হতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। আর তাই কোনো জন্মদিনের পার্টিতে যাবেননা বলেও পন করে বসলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। যদিও ভিডিওটি বেশ পুরোনো। সেখানে দেখা যাচ্ছে, বার্থ ডে পার্টিতে ক্রেন জাতীয় যন্ত্র দিয়ে তাঁকে শূন্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই অবস্থায় তাঁকে উপর নিচ করা হচ্ছিল। আর তখনই তাঁকে চিপস চকলেট কুড়িয়ে নিতে হবে। এমনই এক মজার খেলা হচ্ছিল।

   
 ⁠

এই মজার খেলা উপভোগ করছিলেন অভিনেতা। খানকয়েক চিপসের প্যাকেটও তিনি তুলে নিয়েছিলেন। এই গোটা কাণ্ডের ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “আর যাবই না জন্মদিনের পার্টিতে”। তবে গোটা বিষয়টি যে তিনি মজার ছলে বলেছেন, তা আর বলার অপেক্ষা রাখেনা।

  
 ⁠

এদিকে তিনি এই পোস্ট করা মাত্রই ধেয়ে এসছে কটাক্ষ। নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এটা ধেড়ে বাচ্চাদের নয়, ছোট বাচ্চাদের”। আবার কারোর মন্তব্য, “এটা চিপস, অ্যাওয়ার্ড না”।