৭০-৮০ এর দশকে পর্দা কাঁপানোর জন্য জিনাত আমান নামটাই ছিল যথেষ্ট। হট এবং সাহসের নাম ছিলেন তিনি। তার বোল্ডনেসে মুগ্ধ ছিল গোটা দুনিয়া। বয়সের সাথে সাথে চেহারায় ছাপ পড়লেও একই রকম ভাবে বোল্ডনেস ছড়াচ্ছেন এই অভিনেত্রী। তাঁকে বউ হিসেবে পাওয়ার জন্য আজও মুখিয়ে আছেন এক অভিনেতা।
অভিনেতা দীপক পরাশর ভালোবেসেছিলেন জিনাত আমানকে। স্বপ্ন দেখেছিলেন একসঙ্গে সংসার বাঁধার। কিন্তু সেই স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গিয়েছে। তাই হয়ত আজও অভিনেত্রীকে স্ত্রী হিসেবে পাওয়ার ইচ্ছে রয়ে গিয়েছে তাঁর।
ইনসাফ কা তারাজু ছবিতে একসঙ্গে কাজ করার পর ধীরে ধীরে ঘনিষ্ট হতে থাকেন জিনাত- দীপক। কিন্তু মায়ের কথা মেনেই আর এই ভালোবাসাকে পূর্ণতা দিতে পারেননি তিনি। মা বলেছিলেন, জিনাতকে বিয়ে করলে কেরিয়ার শেষ হয়ে যাবে। বিবাহিত জীবনেও সুখী হতে পারবেন না। সেই জন্যই শেষ পর্যন্ত আর সাহস করে জিনাতের সঙ্গে জীবন গড়াটা হয়নি। দীপক বলেন, ‘জিনাত আর আমি বন্ধু ছিলাম। একে অপরের সঙ্গে সুখ-দুঃখের গল্প করতাম। এভাবেই কাছাকাছি এসেছিলাম দুজনে। কিন্তু, মায়ের জন্য বিয়েটা করা হয়নি।’
১০ বছর আগে জিনাতের সঙ্গে এক ফ্যাশন শোয়ে দেখা হয়েছিল দীপকের। তখনও জিনাতকে বলেছিলেন আজও তাঁর প্রতি সেই একইরকম অনুভূতি রয়েছে। স্ত্রী হিসাবে আজও পাওয়ার স্বপ্ন রয়েছে তাঁর। দীপক বলেন, ‘জিনাতের মতো ভালো মেয়ে সত্যিই হয় না। ২০১৪-এ একটি ফ্যাশন শোয়ে আমাদের দেখা হয়। আমি তখনও জিনাতকে বলেছিলাম, আমি তোমাকে আজও বউ হিসাবে পেতে চাই। আমার এখন ওঁর প্রতি অনুভূতি রয়েছে”।