আশির দশকে রোমান্টিক হিরো বলতে যাঁদের নাম উপরের তালিকায় উঠে আসতো তার মধ্যে অন্যতম ছিলেন ঋষি কাপুর। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। তার বেশ কিছু ছবি এখনো চির নতুন। তবে জানা যায় মৃত্যুর আগে শিবপ্রসাদ- নন্দিতা জুটির সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।
নিউ ইয়র্ক গিয়েছিলেন ঋষি কাপুর ২০১৯ সালে। হোটেলে দীর্ঘক্ষণ আড্ডা দিয়েছিলেন। তখনই ২০১৯ সালের অক্টোবর মাস থেকেই নতুন ছবির শুটিং শুরু করতে চেয়েছিলেন ঋষি কাপুর। কিন্তু বেশ কিছু কারণে তা সম্ভব হয়নি।
শিবপ্রসাদ এক সাক্ষাৎকারে জানান, শান্তিনিকেতনে শুটিং করার ইচ্ছে ছিল ঋষি কাপুরের। লকডাউনের পর শুটিং শুরু হওয়ার কথা ছিল। এমনকি অভিনেতা বাঙালি খাবার খেতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন পরিচালক। কিন্তু এই সমস্ত ইট থেকে অধরা রেখে ২০২০ সালের ৩০ এপ্রিল লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন ঋষি কাপুর।
শেষ বয়সের তাঁর চারটি ছবি ছিল এক কথায় অসাধারণ। দো দুনি চার, ডি ডে, কাপুর এন্ড সন্স এবং শর্মাজি নমকিন। এই চারটি সিনেমায় জীবনের দ্বিতীয় ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। এর মধ্যে শর্মাজি নমকিন মুক্তি পায় তাঁর মৃত্যুর দুই বছর পর অর্থাৎ ২০২২ সালে। এই ছবিতেই জুহি চাওলার সঙ্গে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ঋষি কাপুরকে।