নীল লেহেঙ্গা, চড়া মেকআপে সেজেছে মা! চিনতে না পেরে হাউহাউ করে কেঁদে উঠল ছেলে

Published on:

নীল লেহেঙ্গা, চড়া মেকআপে সেজেছে মা! চিনতে না পেরে হাউহাউ করে কেঁদে উঠল ছেলে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও মানেই তার মধ্যে অবাক করা কিছু থাকবেই। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। দেখা যাচ্ছে অতিরিক্ত চড়া মেকআপ করায় মাকে চিনতেই পারছে না তার সন্তান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নীল লেহেঙ্গা পড়ে এক মহিলা অত্যাধিক চড়া মেকআপ করে সেজেছেন। মেকআপ করার পর তাকে যথেষ্ট সুন্দরী লাগছে। কিন্তু বিপত্তি বেধেছে তার ছোট্ট ছেলের কাছে আসতেই।

   
 ⁠

মায়ের এত চড়া মেকআপ দেখে তাকে চিনতেই পারল না ছেলে। বরং মায়ের এই চড়া মেকআপ দেখে হাউ হাউ করে
কেঁদে ফেললো সে। এদিকে ঠিক তখনই নিজের মেকআপ ভুলে ছেলেকে শান্ত করতে ব্যস্ত মা।

  
 ⁠

আসল বিষয় হচ্ছে মাকে সব সময় সাধারণভাবে দেখেই অভ্যস্ত সেই খুদে। তাই মায়ের এই চড়া মেকআপ করার লুক সে একেবারেই মেনে নিতে পারেনি। এই চড়া মেকআপে মাকে সে চিনতেই পারছে না। এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে, তার মা তাকে যত বলছে সে তার মা সে বাচ্চার কান্নার মাত্রা আরো বেড়ে যাচ্ছে। আদর করে নিজের সন্তানকে কাছে টানতে গেলেই দূরে পালাচ্ছে তার ছেলে।