১৯৮২ থেকে চলে আসছে একই নিয়ম! আজও এই রুটিনের অন্যথা করেননি অমিতাভ বচ্চন

Published on:

১৯৮২ থেকে চলে আসছে একই নিয়ম! আজও এই রুটিনের অন্যথা করেননি অমিতাভ বচ্চন

সেই ১৯৮২ সাল থেকে চলে আসছে যে নিয়ম ২০২৫ এসেও তার অন্যথা হয়নি একদিনও। প্রতি রবিবার অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়ি জলসার সামনে আজও একই ভাবে ভিড় জমান ভক্তরা। আর তাদের কোনও দিন নিরাশ করেননি অভিনেতাও। আজও নিয়ম মেনে বারান্দায় এসে দাঁড়িয়ে হাত নাড়েন ভক্তদের উদ্দেশ্যে।

বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অমিতাভ বচ্চন। নিজের ব্লগে শেয়ার করেন যাবতীয় কথা। নিজের স্বাস্থ্যের আপডেটও দিতে থাকেন। নিজের অনুগামীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।

   
 ⁠

বিগ বির শেয়ার করা একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিগ বি তাঁর ‘জলসা’ বাড়ির সামনে হাত উঁচু করে আগত ফ্যান বা ভক্তদের তাঁর কৃতজ্ঞতা জানাচ্ছেন৷ এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,”সানডে বাই দ্যা গেটস… সেই ১৯৮২ সাল থেকে, প্রতি রবিবার, একটাও বাদ পড়েনি৷ ভালবাসা আর স্নেহ আর আমার আবেগ৷ আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় মানুষদের আমার কাছে একটি জীবনের মানে তৈরি করার জন্য৷”

  
 ⁠

পাল্টা ভক্তদের কমেন্টেও ভরে গেছে মন্তব্য বাক্স। কেউ বলেছেন, ‘পৃথিবীর সর্বশ্রেষ্ট অভিনেতা৷ কেউ আবার ‘শাহেনশা’ উপাধির কথা মনে করিয়ে দিয়েছেন৷ কেউ বলেছেন, ‘আপনি শ্রেষ্ট স্যার৷’কেউ বিগ বির সুস্থতা কামনা করেছেন।