সমাজ যখন উপহাস করে…..! চেহারা নিয়ে কটাক্ষের শিকার দেবিনা, পাল্টা জবাব দিয়ে কী বললেন অভিনেত্রী?

Published on:

সমাজ যখন উপহাস করে.....! চেহারা নিয়ে কটাক্ষের শিকার দেবিনা, পাল্টা জবাব দিয়ে কী বললেন অভিনেত্রী?

চেহারা নিয়ে কটাক্ষ শুনতে হয় কম বেশি সকলকেই। কিন্তু পারফেক্ট ফিগারের সংজ্ঞা কি তা হয়তো বলতে পারবেন না কেউ। কিন্তু মোটা হলেও কটাক্ষ এবং রোগা হলেও কটাক্ষ শুনতে হয়, প্রত্যেককেই। আর এই তালিকা থেকে বাদ যান না সেলিব্রেটিরাও। তেমনই অভিনেত্রী দেবীনা বন্দ্যোপাধ্যায়কেও বহু কটাক্ষ শুনতে হয়েছে তার স্থূলতার কারণে। যদিও তার যথাযোগ্য জবাবও দিয়েছেন তিনি।

সন্তান হওয়ার পর সকল মহিলারই শরীরে পরিবর্তন আসে তেমনি পরিবর্তন এসেছিল দেবীনার শরীরেও। মোটা হয়ে গিয়েছিলেন তিনি। এরপরেই উড়ে আসে একের পর এক কটাক্ষ। শুনতে হয় দারুন নিন্দা। অভিনেত্রীর শরীরের রূপান্তর নিয়ে নানা মন্তব্যে তাঁর সোশ্যাল মিডিয়ায় নানা ঘৃণা এবং খারাপ মন্তব্যের বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

   
 ⁠

দেবীনা বলেন, “আপনারা সবাই ‘ছোটা হাতি’, ‘মিনি হাতি’ বলে মন্তব্য করেছেন। কেন জানি না সেগুলো আমার কানের কাছে সংগীতের মতো বাজছে। যখনই আমি এগুলো শুনছি, আমার মনে হয় কঠোর পরিশ্রম বন্ধ করো না। যখন সমাজ আপনাকে নিয়ে উপহাস করে, আপনি এটিকে ইতিবাচকভাবে নেন এবং আপনি সর্বোত্তম কাজ করেন।”

  
 ⁠

তাঁর সংযোজন, “তলপেটের চর্বি খুব শক্ত মনে হচ্ছে। এটি কমানোই সবচেয়ে কঠিন কাজ। তবে আমি এটি করবই। যত গালাগাল খাই তত আমি আরও অনুপ্রেরণা পাই।” তবে এই বিষয়গুলিকে পাত্তা দিতে নারাজ এই তারকা দম্পতি। তিনি বলেন, “আমি অনলাইনে মন্তব্য পড়ি। কিন্তু, যখন আমি বুঝতে পারি যে এটি ট্রোলিংয়ে পরিণত হতে চলেছে। তখন আমি এটা দেখা বন্ধ করে দিয়েছি। তাই, এটি আমাদের প্রভাবিত করে না।”