অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। এক একটি শো থেকে তার রোজগার প্রায় কোটি টাকার বেশি। কিন্তু এখনো মাটিতেই পা রয়েছে তার। তবে শুধু কনসার্ট নয় বিয়ে বাড়ির অনুষ্ঠানেও গান গাইতে শোনা যায় তাঁকে। কিন্তু সেখানে কত করে পারিশ্রমিক নেন তিনি?
এখন বিয়ে বাড়ি বাড়ি বা কোনও ফ্যামিলি অকেশনে নামী দামী গায়ক গায়িকাদের এনে গান গাওয়ানো ট্রেন্ড। এই তালিকায় রয়েছেন অরিজিৎ সিংও। সকলেই এই ক্ষেত্রে মোটা অংকের অর্থ নিয়ে থাকেন। এমন কি অরিজিৎ সিংয়ের পারিশ্রমিকও নেহাত কম নয়। সেই অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে আপনার।
জানা গিয়েছে, এই ধরনের বিয়ে বাড়ি বা রিসেপশনের ক্ষেত্রে গায়ক পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং৷ বলিউডের অন্যান্য গায়কের তুলনায় পারিশ্রমিকও অনেকটা বেশি। তবে নিজের এই উপার্জিত অর্থ কিভাবে খরচ করেন গায়ক?
জানা গিয়েছে, প্রত্যেক শো এ গান পিছু ১৫ থেকে ২৫ লাখ টাকা নেন অরিজিৎ সিং। অনেকেই হয়তো জানতে উৎসুক, রোজগার বাবদ অর্জিত এই বিপুল পরিমাণ অর্থ গায়ক খরচ করেন কী ভাবে? কারণ তার জীবন যাপনের ধরন দেখলেই বোঝা যায় তা অত্যন্ত সাধারণ। কোনরকম আরম্বরতা বা বিলাসিতা নেই এই জীবন যাপনের মধ্যে।
মুর্শিদাবাদে অতিমারির সময় চিকিৎসার পরিকাঠামো আরও মজবুত করতে অর্থসাহায্যও করেছেন গায়ক।অরিজিৎ তাঁর উপার্জনের একটা বড় অংশ জিয়াগঞ্জের হাসপাতালের উন্নয়নে, দুঃস্থ শিশুদের হার্টের চিকিৎসায় এবং গানের স্কুল নির্মাণে ব্যয় করেন। এছাড়াও জিয়াগঞ্জে বিনামূল্য ইংরেজি শিক্ষার কোচিংও খুলেছেন তিনি।