প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং কিন্তু বেবি বাম্পের ছবি তোলা এখন ট্রেন্ড। তাই বলে ডিভোর্সের ছবি? এটা হয়তো সমাজ এখনো মেনে নিতে পারে না। তাই অভিনেত্রীর পোস্ট ডিভোর্সের ছবি দেখেই রে রে করে তেড়ে এলো নেটিজেনরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুবই ভাইরাল হয়েছে। শালিনী নামের এক দক্ষিণী অভিনেত্রী বিয়ের ছবি ছিঁড়ে তিনি উদযাপন করেছেন বিবাহবিচ্ছেদ।মুক্তির আনন্দেই তিনি আত্মহারা।
ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “ডিভোর্স কোনও ব্যর্থতা নয়। বরং একটা মোড় ঘোরানো পদক্ষেপ। একটা এতদিনের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে সাহস লাগে। আর আমার এই পোস্ট সেই সব সাহসী মহিলাদের উৎসর্গ করলাম”। তার এই পোস্টে সমালোচনা ভরে গিয়েছে। কেউ বিষয়টির নিন্দা করলেও বেশীরভাগ মানুষই সমর্থন করেছেন।
টেলি দুনিয়ায় বেশ জনপ্রিয় মুখ শালিনী। তাঁর অভিনীত ভাল্লি চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু কিছুদিন পর থেকেই তার স্বামী রিয়াজ তাঁকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতে শুরু করে। আর তখনই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।