মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সিনেমা হলেও সেখানে কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনের পুরোটা তুলে ধরা হয়নি। এক দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। যদিও সেই সম্পর্ক চুকিয়ে তারপরেই সাক্ষীকে বিয়ে করেছেন তিনি।
জানা যায়, দক্ষিণের অভিনেত্রী রাই লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির। ২০০৮-০৯ সাল নাগাদ সম্পর্ক ছিল তাঁদের। এই নিয়ে অভিনেত্রী মুখ খুললেও ক্রিকেটার কিন্তু বরাবরই চুপ ছিলেন। কখনোই এই সম্পর্ক প্রকাশ্যে আনতে চাননি তিনি।
তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০১৪ সাল নাগাদ একবার অভিনেত্রী বলেছিলেন, “ধোনির সঙ্গে সম্পর্কের পরও আমি ২-৩টে সম্পর্কে ছিলাম। কিন্তু বারবার ধোনির সঙ্গে আমার সম্পর্ক নিয়েই কথা হয়। আসলে যতবার কেউ ধোনির অতীত নিয়ে ঘাঁটবে ততবার আমার কথা উঠে আসবে”।
অভিনেত্রীর কথায়, “আমার সঙ্গে ধোনির সম্পর্কটা একটা দাগের মতো। সেই দাগ আমার জীবন থেকে সহজে মুছবে না”। প্রসঙ্গত, তাঁদের সম্পর্ক থাকাকালীন, আইপিএলের পার্টিতে প্রায়ই ধোনি ও রাই লক্ষ্মীকে একসঙ্গে দেখা যেত। এমনকি অভিনেত্রীর জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছিল ধোনিকে।