মিষ্টি মুখ, একগাল হাসি নিয়ে ছবি দেওয়া এই খুদেকে চেনা যাচ্ছে কি? না চেনারই কথা যদিও। কারণ ছোট বেলার এই ছবির সঙ্গে বড়বেলার মিল খুব একটা নেই বললেই চলে। তবে তিনি এখন জনপ্রিয় বলিউড অভিনেত্রী। বিতর্কিতও বটে।
এই খুদে হল এখনের রাখি সাওয়ান্ত। ‘বিগ বস’-এর একাধিক সিজনে অংশগ্রহণ করেছেন এই অভিনেত্রী। সলমন খানের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক তাঁর। বরাবরই স্পষ্ট বক্তা তিনি। আর সেই কারণেই সব সময় থাকেন শিরোনামে।
১৯৭৮ সালে ২৫ নভেম্বর উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন রাখি। শৈশব থেকে নাচ করতে ভালবাসতেন তিনি। পরবর্তীতে নাচকে সঙ্গী করেই পা রাখেন বলিউডে। সাফল্যও পান। সম্প্রতি নিজের শৈশবের ছবি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।
এই মির্চি গার্ল রাখি সাওয়ান্ত কিন্তু যথেষ্ট মানবিক। এক দুস্থ অসহায় মানুষকে সাহায্য করে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিনি। এক গরীব ব্যক্তিকে দান করলেন বেশ কিছু টাকা। একইসঙ্গে দায়িত্ব নিয়েছেন ওই ব্যক্তির শিশুর চিকিৎসার। তবে তার এই কর্মকাণ্ড কোন পরিকল্পিত ছিল না। হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রাস্তার ধারে এক মহিলার সঙ্গে কথা বলছিলেন রাখি। তার আর্থিক এবং পরিস্থিতির কথা তখনই জানতে পারেন তিনি। আর এই কথা জানা মাত্রই সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে টাকা পাঠান ওই মহিলার একাউন্টে। জিজ্ঞেস করেন থাকা ঠিকমত ঢুকলো কিনা তা দেখে নিতে।
টাকা পাঠিয়ে রাখি বলেন, “বাচ্চার চিকিৎসা করান। ওকে লেখাপড়া শেখান। নিজেকে কখনো একা মনে করবেন না আমি এখন থেকে টাকা পাঠাতে থাকবো।” রাস্তার মধ্যে ওই মহিলাকে জড়িয়েও ধরেন রাখি।
রাখি সাওয়ান্তের এই কর্মকাণ্ডে কুর্নিশ জানিয়েছেন সকলেই। ওই মহিলার সঙ্গে থাকা এক বৃদ্ধা রাখিকে আশীর্বাদ করে জড়িয়ে ধরেন। সকলেরই বক্তব্য রাখি খুব ভালো মনের মানুষ। তার এই কাজ দেখে অনুপ্রাণিত হওয়া উচিত সকলের।