গর্ভাবস্থায় ৮- ৯ মাস খুব কষ্ট পেতে হয়েছে! প্রেগন্যান্সি জার্নিতে গভীর জটিলতার মধ্যে দিয়ে গেছেন দীপিকা

Published on:

গর্ভাবস্থায় ৮- ৯ মাস খুব কষ্ট পেতে হয়েছে! প্রেগন্যান্সি জার্নিতে গভীর জটিলতার মধ্যে দিয়ে গেছেন দীপিকা

দেখতে দেখতে ৮ মাস পূর্ণ করেছে দুয়া। কিন্তু এখনও প্রকাশ্যে আনেননি মেয়ের ছবি। সন্তানের জন্মের পর থেকে বেঙ্গালুরুতে মা-বাবার কাছে ছিলেন দীপিকা। কিছুদিন আগেই ফিরেছেন রণবীরের বাড়ি। কাজের থেকে দূরে রয়েছেন তিনি আপাতত। মেয়েকেই সমস্ত সময়টা দিচ্ছেন। এবার নিজের গর্ভাবস্থায় সময়ের জটিলতার কথা জানালেন দীপিকা।

দীপিকা বলেন, “সন্তান জন্ম দেওয়ার আগের ৮-৯ মাস আমাকে খুব কষ্ট পেতে হয়েছিল। জন্মের পরে শিশুকে কোলে নেব, তাকে এই পৃথিবীটা দেখতে দেব। ওর ব্যক্তিত্বের কিছুটা বৃদ্ধি হবে। এই বিষয়গুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ”।

   
 ⁠

এদিকে প্রকাশ্যে মেয়ে দুয়ার মুখ না দেখালেও, শুধুই পাপারাজ্জিদের কাছে মেয়েকে দেখিয়েছিলেন দীপিকা। আর তাঁদের অনুরোধ করলেন মেয়ের ছবি যেন না তোলেন তাঁরা। মুম্বইয়ের জনপ্রিয় পাপারাজ্জিদের নিজের বাড়িতে ডেকে দুয়ার সঙ্গে আলাপ করালেন রণবীর ও দীপিকা।

  
 ⁠

মুম্বাই বিমানবন্দরে দীপিকা এবং দুয়ার মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে, লাল পোশাক ও সানগ্লাস পড়েছেন দীপিকা। বেবি ক্যারিয়ারে রয়েছে খুদে। পাশ দিয়ে কেবল দুয়ার ছোট্ট ধপধপে ফর্সা হাত দুটো দেখা যাচ্ছে।