বেশি বয়সেও কম বয়সি দেখাতেই আমরা কে না চাই। ত্বকের পরিচর্যা করা যদিও সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে ত্বকের চর্চা করার জন্য সময় দেওয়া যেন দুঃসাধ্য হয়ে পড়ে। এদিকে বাইরের প্রসাধনী দ্রব্যের দামও আকাশ ছোঁয়া। কিন্তু ঘরে থাকা উপকরণের মধ্যেই যদি একটা সাধারণ ফেসপ্যাক বানিয়ে নেওয়া যায় তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। আর এই সাধারণ জিনিসটি হল এক চামচ ঘি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘি যেমন জিভের আস্বাদ মেটায় ঠিক তেমনি ত্বককেও করবে উজ্জ্বল।
শুধু খাবারে নয়, ঘিয়ের বিভিন্ন উপকারিতার কথা বার বার উল্লেখিত হয়েছে আয়ুর্বেদে। বিশেষ করে চুল এবং ত্বকের যত্নে ঘি অতুলনীয়। এতে অ্যান্টি এজিং উপাদান রয়েছে। তাই ঘি শুধু বলিরেখা থেকে মুখকে মুক্ত করে না। ঘি এর ফেসপ্যাক তৈলাক্ত হোক বা শুষ্ক ত্বক সবেতেই অব্যর্থ ওষুধের মতো কাজ করে
প্রথমে একটি পাত্রে কয়েক চামচ ঘি নিন। এরপর তাতে মেশান বেসন এবং সমপরিমাণ জল। এবার এই তিনটি উপকরণ দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব পাতলা না হয়। এরপর সেই মিশ্রণটি আপনার সারা মুখ ও গলায় মেখে নিন। এইভাবে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। খেয়াল রাখবেন মিশ্রণটি যখন মুখে মেখে থাকবেন তখন বেশি কথা বলবেন না বা নাড়াচাড়া করবেন না। এরপর ঠান্ডা জলে মুখটা ধুয়ে ফেলুন।
প্রত্যেকদিন কিংবা সপ্তাহে তিন চার দিন এই মিশ্রণটি ব্যবহার করুন। কয়েক সপ্তাহের মধ্যেই হাতে পাবেন ফলাফল। ফিরে আসবে ত্বকের জৌলুশ। ত্বক হয়ে উঠবে চকচকে। আপনার বয়স ৩৫ না ২৫ কেউ ধরতেই পারবে না।