বাবার স্মৃতিতে…. পিতৃ-বিয়োগের পরেই এই কাণ্ড ঘটিয়ে বসলেন পঙ্কজ ত্রিপাঠি

Published on:

বাবার স্মৃতিতে.... পিতৃ-বিয়োগের পরেই এই কাণ্ড ঘটিয়ে বসলেন পঙ্কজ ত্রিপাঠি

বাবার মৃত্যুর পরেই এক জোড়ালো সিদ্ধান্ত নিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। বাবার স্মৃতির উদ্দেশ্যেই গ্রামের এক উচ্চ মাধ্যমিক স্কুলে পাঠাগার স্থাপন করেন অভিনেতা। তাঁর এই কাজে ধন্যি ধন্যি করছেন সকলে।

জানা গিয়েছে, শুধু পাঠাগার নয় সামাজিক সেবার জন্য একটি সংস্থাও খুলেছেন তিনি এবং তাঁর দাদা। তাঁদের বাবার নামে ‘পণ্ডিত বনারস তিওয়ারি ফাউন্ডেশন ট্রাস্ট’ তৈরি করেছেন দুই ভাই। গ্রামের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণসাধনের জন্য এই কাজ করতে পেরে সম্মানিত বলেও জানিয়েছেন তিনি।

   
 ⁠

এই প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠী বলেন, “বাবা পণ্ডিত বনারস তিওয়ারির স্মৃতিতে এই পাঠাগার উৎসর্গ করলাম৷ আমি আশা করব বেলসন্দ গ্রামের উত্তর প্রজন্মের মধ্যে জীবনভর জ্ঞান ও শিক্ষার জন্য ভালবাসা বজায় থাকবে৷ শিক্ষাই হল শ্রেষ্ঠ উপহার যা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যেতে পারি৷ জ্ঞানের পথে তাদের যাত্রায় কিছু দিতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি”।

  
 ⁠

প্রসঙ্গত, পঙ্কজ ত্রিপাঠির বাবা পণ্ডিত বানারস ত্রিপাঠীর মৃত্যু কালীন বয়স হয়েছিল ৯৮ বছর।বিহারের বেলসান্দে গ্রামে পঙ্কজ ত্রিপাঠীর পরিবার থাকে। সেখানেই থাকতেন তাঁর বৃদ্ধ বাবা।বার্ধক্য জনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর।