সবে বছর ঘুরেছে প্রিয় পোষ্য ভানুকে হারিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তার শোক ভুলতে আরও এক পোষ্যকে এনেছিলেন তাঁরা। কিন্তু পুজো কাটতেই মৃত্যু হয়েছিল সেই পোষ্যরও। পরপর দুই পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এবার সেই শোক ভুলতে নতুন অতিথি এল তাঁর ঘরে।
বাঁটুলের মৃত্যুতে ভেঙে পড়েছিল সুদীপা ও তার পরিবার।একটি ছবি পোস্ট করেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে, সোফায় শুয়ে রয়েছেন অভিনেত্রী। তার কোলের উপর রয়েছে বাঁটুল অর্থাৎ তার প্রিয় পোষ্য। ক্যাপশনে তিনি লিখেছেন, “আমরা তোমাতে ভুলব না। রামধনুর পথে আমরা আবার তোমার সঙ্গে দেখা করবে। স্বর্গের কাছাকাছি কোথাও আবার আমাদের দেখা হবে। মা ও বাবা তোমায় খুব ভালোবাসে। যদি পারো ফিরে এসো। মা-বাবা তোমাকে খুব মিস করবে বাঁটুল”।
প্রসঙ্গত, গত বছর জামাইষষ্ঠীর দিন মারা যায় তার প্রিয় পোষ্য ভানু। আদর করে প্রিয় পোষ্য কুকুরের নাম রেখেছিলেন ভানুভূষণ চট্টোপাধ্যায়। আচমকাই ২০২২ সালে জামাইষষ্ঠীর দিন চলে যায় ভানু। তারপর থেকে এক বছর হয়ে গেলেও প্রিয় পোষ্য ভানুর চলে যাওয়ার সবকিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না।
জানা যায় এই প্রিয় পোষ্য বিয়োগের পর অবসাদ গ্রাস করেছিল সুদীপাকে। তাই সেই অবসাদ কাটিয়ে উঠতে নতুন পোষ্যকে অবশ্য কাছে টেনে নিয়েছিলেন তিনি। কিন্তু সেই বাঁটুলও তাকে ছেড়ে চলে যাওয়ায় বাকরুদ্ধ গোটা পড়েছিল চট্টোপাধ্যায় পরিবার।
এবার তাঁদের সংসারে এল নতুন অতিথি। একটি পার্সিয়ান বিড়াল দত্তক নিয়েছেন তাঁরা। পোষ্যর ছবি দিয়ে তিনি লিখেছেন, “আমাদের পরিবারের নতুন সদস্য ফেলিক্স, আমি যদিও ওকে গজা বলি, কখনও আবার গজুবেবি বলি৷ খুব মিষ্টি একটা বাচ্চা, এখনও সবে বিড়াল ছানা, ওকে আর্শীবাদ করুন”।