রান্নাঘর রোজ পরিষ্কার করা সম্ভব হয় না? ফলে তেল চিটচিটে হয়ে পড়ছে রান্নাঘর। সেই তেল তুলতে গিয়ে নাজেহাল অবস্থা। আর তাই থেকেই দুর্গন্ধ রান্নাঘর থেকে। কীভাবে বাঁচবেন এই সমস্যা থেকে? কয়েকটা টিপস মেনে চললেই মুশকিল আসান হবে সহজে।
রান্নাঘর পরিষ্কারের ক্ষেত্রে বেকিং সোডা গুরুত্বপুর্ন উপাদান হতে পারে । বেকিং সোডার সাথে জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এবার এটি দাগযুক্ত জায়গায় লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন। ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। এছাড়াও, টুথ ব্রাশ দিয়েও ঘষে পরিষ্কার করতে পারেন।
ভিনিগার দিয়েও তেল চিটচিটে রান্নাঘর পরিষ্কার করা যেতে পারে। দুই কাপ ভিনিগারে দুই কাপ জল ভালো করে মিশিয়ে নিন। এবার এটি একটি স্প্রে বোতলে ভরে তা রান্নাঘরের টাইলসে ছিটিয়ে দিন। এরপর সুতি কাপড়ের সাহায্যে এটি পরিষ্কার করুন। নিমিষেই পরিষ্কার হয়ে যাবে তেল চিটচিটে রান্নাঘর।
এছাড়াও ব্লিচের সঙ্গে জল মিশিয়ে তা দিয়ে টাইলসে ঘষুন। ব্লিচ ব্যবহার করার সময় গ্লাভস অবশ্যই পরবেন। এরপরে শুকনো কাপড় দিয়ে টাইলস মুছে নিন। রান্নাঘরের তেল চিটচিটে ভাব চলে যাবে।