অবসান একটা অধ্যায়ের! প্রয়াত মিডিয়া জগতের নক্ষত্র রামোজি রাও

Published on:

অবসান একটা অধ্যায়ের! প্রয়াত মিডিয়া জগতের নক্ষত্র রামোজি রাও

শেষ হলো একটা অধ্যায়ের। মিডিয়া জগতে বড় নক্ষত্র পতন। ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন অন্যতম মিডিয়া ব্যারন রামোজি রাও। শনিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু মিডিয়া জগতে নিঃসন্দেহে বড় ক্ষতি।

চলতি মাসের ৫ তারিখ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন রামোজি গ্রুপ অফ চেয়ারম্যান রামোজি রাও। তাঁকে ভরতি করা হয় হায়দরাবাদের একটি হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসা চলছিল তাঁর ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনেও দেওয়া হয়। তাও শেষ রক্ষা হলো না।

   
 ⁠

মিডিয়া উদ্যোক্তা এবং চলচ্চিত্র প্রযোজক তথা প্রথম সারির ব্যবসায়ী ছিলেন রামোজি রাও।তিনি জাতীয় পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। তিনি কয়েক বছর আগে কোলন ক্যান্সার থেকে সফলভাবে সেরে উঠেছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। চিকিৎসকরা তাঁর হার্টে একটি স্টেন্ট স্থাপনও করেছিলেন বলে তেলুগু সংবাদ মাধ্যম সূত্রে খবর।

  
 ⁠

তাঁর মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে, তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা মৃত আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। আজই হবে শেষকৃত্য।