ব্লু হোলে ঝাঁপ থেকে কৈলাশে বসে ধ্যান! অধরা স্বপ্নকে ডাইরি বন্দী করেই চলে গেলেন সুশান্ত

Published on:

ব্লু হোলে ঝাঁপ থেকে কৈলাশে বসে ধ্যান! অধরা স্বপ্নকে ডাইরি বন্দী করেই চলে গেলেন সুশান্ত

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু আজও রহস্য। কিছু জন বলেন এই অভিনেতাকে একঘরে করে দেয়া হয়েছিল। যার ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি আর সেই থেকেই জীবনের চরম সিদ্ধান্ত নেন। আজ অভিনেতার চতুর্থ মৃত্যু বার্ষিকী।

এক রাশ স্বপ্ন ছিল সুশান্তের চোখে। তাঁর একটি ডায়রি ছিল। যেখানে নিজের অপূর্ন ইচ্ছের কথা লিখে রেখেছিলেন তিনি। সেখানে ৫০ টি অপূর্ন ইচ্ছের কথা লিখে রেখেছিলেন অভিনেতা। নাম দিয়েছিলেন ৫০ ড্রিমস। কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি। তার আগেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।

   
 ⁠

বিমান ওড়ানো থেকে মর্স কোড শেখার মতো একাধিক জিনিস ছিল ওই ডায়রীতে। এছাড়াও, সেই তালিকায় ছিল AI নিয়ে কাজ করতে চেয়েছিলেন। ব্রাজিলিয়ান ডান্স এবং মার্শাল আর্ট শেখার ইচ্ছে ছিল তাঁর। ট্রেনে চড়ে ইউরোপ ঘুরতে চেয়েছিলেন সুশান্ত। কী ভাবে সার্ফিং করতে হয় তা শেখার ইচ্ছে ছিল অভিনেতার।

  
 ⁠

তালিকায় স্থান পেয়েছিল, কী ভাবে বিমান ওড়ানো হয় তা শিখতে চেয়েছিলেন সুশান্ত। বসতে চেয়েছিলেন পাইলটের আসনে। আয়রনম্যান ট্রায়াথনের জন্য নিজেকে প্রস্তুত করতে চেয়েছিলেন অভিনেতা। বাঁ-হাতে ক্রিকেট খেলতে চেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।মহাকাশ বিজ্ঞানের প্রতি অভিনেতার ভালোবাসা ছিল। শিশুদের এই বিজ্ঞান সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলেন তিনি।

অভিনেতা চাইতেন চাঁদ, মঙ্গল, বৃহস্পতি এবং শনি নিজেদের অক্ষে ঘুরছে, এটা এক সপ্তাহ ধরে প্রত্যক্ষ করতে। ব্লু হোলে ঝাঁপ দিতে চেয়েছিলেন তিনি। একবার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করার ইচ্ছে ছিল সুশান্ত সিং রাজপুতের। হাজারটি বৃক্ষ রোপন করার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা।

ভিয়েনার সেন্ট স্টিফেনস ক্যাথিড্রালে যেতে চেয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য কোনও শিশুকে তৈরি করতে চেয়েছিলেন তিনি। সাউন্ড এবং ভাইব্রেশন ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। স্বামী বিবেকানন্দকে নিয়ে একটি তথ্যচিত্র বানাতে চেয়েছিলেন।

দু’হাতে তির ধনুক চালানো শিখতে চেয়েছিলেন। Resnick Halliday-র জনপ্রিয় ফিজিক্স বই পড়তে চেয়েছিলেন তিনি। ৫০টি জনপ্রিয় গান গিটারে বাজানোর শখ ছিল সুশান্তের। ড্রিম ল্যাম্বরগিনি কিনতে চেয়েছিলেন।চ্যাম্পিয়নের সঙ্গে দাবা খেলার ইচ্ছে ছিল।

অ্যান্টার্কিকায় যেতে চেয়েছিলেন। মহিলাদের সেলফ ডিফেন্স শেখাতে চেয়েছিলেন। সক্রিয় এক অগ্নুৎপাতের ছবি তোলার স্বপ্ন ছিল তাঁর চোখে। কৃষিকাজ শিখতে চেয়েছিলেন তিনি। বাচ্চাদের নাচ শেখানোর ইচ্ছেও ছিল তাঁর।

এছাড়াও, কৈলাশে বসে ধ্যান করতে চেয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নের সঙ্গে পোকার খেলার কথাও ভেবেছিলেন। একটি বই লেখার ইচ্ছে ছিল সুশান্তের। CERN-এর ল্যাবে যাওয়ার স্বপ্ন ছিল তারকার চোখে। অরোরা লাইট চাক্ষুষ করে তা আঁকার ইচ্ছে ছিল অভিনেতার। আরও একটি NASA ওয়ার্কশপ করতে চেয়েছিলেন।