হার্টের সমস্যার খবর ভুয়ো! প্রকাশ্যে এল এ আর রহমানের অসুস্থতার আসল কারণ

Published on:

হার্টের সমস্যার খবর ভুয়ো! প্রকাশ্যে এল এ আর রহমানের অসুস্থতার আসল কারণ

রবিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। খবর ছড়ায় বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু আদতে কী হয়েছে এই সঙ্গীত শিল্পীর তা প্রকাশ্যে আনলেন শিল্পীর মুখপাত্র।

এদিন সকালেই হাসপাতালে ভর্তি হলে তড়িঘড়ি চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন এ আর রহমানের। তখনই সামনে আসে আসল অসুস্থতার কারণ। এদিকে প্রিয় গায়কের অসুস্থতার খবর পেয়ে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন তাঁর অনুরাগী মহল।

   
 ⁠

শিল্পীর মুখপাত্র জানান, হার্ট সংক্রান্ত বিষয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। রহমান হাসপাতালে গিয়েছিলেন কারণ তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েছিলেন। তিনি গতকালই (শনিবার) লন্ডন থেকে ফিরেছেন এবং দীর্ঘ ভ্রমণের কারণে তাঁর ঘাড়ে ব্যথা শুরু হয়। আর রোজা রাখার কারণে তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েন। এরপর রাতেই তাঁকে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

  
 ⁠

রহমানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই তাঁর খোঁজ নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর ছেলে উদয় স্ট্যালিন লিখেছেন, ‘সঙ্গীত সম্রাট’ এ আর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে হাসপাতালের তরফে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সুস্থ রয়েছেন শিল্পী। তাঁকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে।