বেশ কিছুদিন ধরেই বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের মধ্যে বিচ্ছেদের খবর আসছে । বহু অনুষ্ঠানে তাদের আলাদাভাবে দেখা গেছে যার কারণে বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়েছে। আম্বানির ছেলের বিয়েতেও আলাদা আলাদা ভাবে যেতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার বিবাহিত পুরুষদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন অভিষেক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেককে জিজ্ঞেস করা হয়, তিনি এত ভালো অভিনয় কীভাবে করেন? তার উত্তরে জুনিয়র বচ্চন বলেন, পরিচালক যা বলেন, তা মেনে চললেই ভালো অভিনয় করা যায়। এরপরেই মোক্ষম প্রশ্নটি করে বসেন এক সাংবাদিক।
অভিষেককে জিজ্ঞেস করা হয়, বাড়িতে বউয়ের ক্ষেত্রেও এমনটা করেন কি তিনি? সঙ্গে সঙ্গে তাঁর জবাব, সব বিবাহিত পুরুষদের বলতে চাই, “বউ ঠিক যেমনটি বলবেন, তেমনটি করুন”। যদিও এরপর ঐশ্বর্যকে নিয়ে একটি বাক্যও আর ব্যয় করেননি তিনি।
তাঁদের দাম্পত্য নিয়ে এযাবৎ যা কিছু শোনা গিয়েছে, তা নিয়ে কোনও প্রতিক্রিয়াই জানাননি অভিষেক এবং ঐশ্বর্যা। জল্পনা মেনেও নেননি, আবার পত্রপাঠ খারিজও করে দেননি। কিন্তু কয়েকদিনের তাঁদের কর্মকাণ্ডে বিচ্ছেদের জল্পনাই যেন আরও স্পষ্ট হচ্ছে।