এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। তবে সম্প্রতি এই তারকা দম্পতির দ্বিতীয় সন্তান নেওয়ার জল্পনা উসকে দিলেন রিতেশ দেশমুখ।
রিতেশ দেশমুখের অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়’- এ এসেছিলেন অভিষেক বচ্চন। সেখানেই তাকে একের পর এক প্রশ্ন করা হয়। এর মধ্যেই অন্যতম একটি প্রশ্ন ছিল,আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বর্যা, আরাধ্যা, অভিষেকের নাম ইংরাজী ‘এ’ দিয়ে শুরু শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। একইসঙ্গে সঞ্চালক জানতে চান আরাধ্যার খেলার সাথী কবে আসছে?
সঞ্চালকের প্রশ্ন শুনে লাজুক হাসি হাসেন অভিষেক। এরপর এই উত্তরে বলেন, “আমার বয়সের কথাটা খেয়াল রাখো, আমি তোমার গুরুজন রীতেশ, বয়সে তোমার চেয়ে বড়”। যদিও অনুষ্ঠানে পুরো বিষয়টাই হয় মজার ছলে।
এদিকে, মুম্বইয়ের এক খ্যাতনামী রেডিয়োলোজিস্টের বাড়ির অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাতে হাত রাখে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। তবে দুবাইয়ের একটি অনুষ্ঠানে থাকে নামের কাছ থেকে বচ্চন পদবী সরিয়ে ফেলতেও দেখা গিয়েছে। এই সব মিলিয়ে তাদের অন্দরমহলের হাল হকিকত নিয়ে কৌতুহল এখন তুঙ্গে ।
কিন্তু এত কিছুর পরেও বচ্চন পরিবারের চিড় কিছুতেই জোড়া লাগছে না। দূরত্ব যেন ক্রমেই বাড়ছে। তবে অনুরাগীরা চাইছেন সমস্ত কিছু মিটিয়ে আবার একই ছাদের তলায় থাকুক অভিষেক-ঐশ্বর্য।