একসঙ্গে সবাইকে খুশি করা সম্ভব না! বিচ্ছেদের জল্পনার মাঝেই একী বলে বসলেন অভিষেক?

Published on:

অনেকাংশেই অসম্মতি কারণ! বিচ্ছেদের মাঝেই জল্পনা বাড়িয়ে বললেন অভিষেক

এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। এবার অভিষেক ও ঐশ্বর্য বিয়ের সময়ের এক গল্প ভাইরাল হল।

সম্প্রতি এক ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে শোনা যাচ্ছে অভিষেক এবং ঐশ্বর্য বলছেন তাদের বিয়ে হঠাৎ করে হওয়ায় বেশি ধুমধাম করা সম্ভব হয়নি। কিন্তু কার্ড পাঠিয়ে আশীর্বাদ চাওয়া হয়েছিল। যদিও বেশ কিছু তাবড় তাবড় অভিনেতা সেই নেমন্তন্ন ফিরিয়ে দিয়েছিলেন।

   
 ⁠

শোনা যায়, শত্রুঘ্ন সিনহা অভিষেক ঐশ্বর্যর বিয়ের কার্ড ফিরিয়ে দিয়েছিলেন। এমনকি বিয়েতে এসে বিরক্তি প্রকাশ করেছিলেন রামগোপাল বর্মা। সেই অভিব্যক্তি স্পষ্ট ছিল তার মুখে। যদিও এই নিয়ে আক্ষেপ নেই এই জুটির মনে। তাদের মতে,একই সঙ্গে সকলকে খুশি করা সম্ভবপর কখনই নয়।

  
 ⁠

জায়গায় সেই সময় ঐশ্বর্যের পরিবারের বেশ কিছু সমস্যা ছিল। সেই কারণে পরিবারের তরফ থেকে বড় করে বিয়ে দেওয়ার কোনও ইচ্ছেই ছিল না। তাও কার্ড পাঠিয়ে সৌজন্য দেখানো হয়েছিল। অনেকেই ছিলেন, যাঁরা হয়তো বিষয়টা ভাল চোখে দেখেননি, কিন্তু কোথাও গিয়ে যেন তা নিয়ে কোনও আক্ষেপই নেই এই জুটির মনে।

কিন্তু এত কিছুর পরেও বচ্চন পরিবারের চিড় কিছুতেই জোড়া লাগছে না। দূরত্ব যেন ক্রমেই বাড়ছে। তবে অনুরাগীরা চাইছেন সমস্ত কিছু মিটিয়ে আবার একই ছাদের তলায় থাকুক অভিষেক-ঐশ্বর্য।