রঙমিলান্তি পোশাকে নজর কাড়লেন ঐশ্বর্য-অভিষেক! ক্রমেই নিভছে বিচ্ছেদের জল্পনা

Published on:

রঙমিলান্তি পোশাকে নজর কাড়লেন ঐশ্বর্য-অভিষেক! ক্রমেই নিভছে বিচ্ছেদের জল্পনা

যখন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্কের টালমাটাল অবস্থা ঠিক তখনই সামনে এল এক পোস্ট। আর এই পোস্ট দেখে যেন জোঁকের মুখে নুন পড়ল। অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর যে বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল তা একেবারেই নিভে গেল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ইস্কনের মহারাজ হরিনাম দাসের সঙ্গে ছবি দিয়েছেন তাঁরা। অভিষেকের পরনে ছিল আইভরি রঙের গলাবন্ধ আর ঐশ্বর্য পরেছিলেন একই রঙের আনারকলি।

   
 ⁠

অভিষেকের জন্মদিনেও নিজের স্বামীকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছিলেন বিশ্ব সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে লিখেছিলেন ভালোবাসার বার্তা। এই দেখে আন্দাজ করাই যায় সব কিছু হয়ত স্বাভাবিকের পথে।

দিন কয়েক আগে ডিভোর্সের জল্পনায় জল ঢেলে বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। সঙ্গে ছিল আরাধ্যাও। জানা গিয়েছে, বর্ষবরণের ছুটি কাটিয়ে বাড়িতে ফিরেছেন তাঁরা। রয়েছেন একসঙ্গেই। অর্থাৎ বিচ্ছেদের জল্পনা আপাতত জলে।

এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি বিচ্ছেদের জল্পনা কেবলই জল্পনা? নাকি বিচ্ছেদের গুঞ্জন থেকে চোখ সরাতেই এই পদক্ষেপ?