নিন্দুকদের মুখে ছাই! ছুটি কাটিয়ে ফিরলেন ঐশ্বর্য-অভিষেক, থাকছেন একসঙ্গেই

Published on:

নিন্দুকদের মুখে ছাই! ছুটি কাটিয়ে ফিরলেন ঐশ্বর্য-অভিষেক, থাকছেন একসঙ্গেই

যখন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্কের টালমাটাল অবস্থা ঠিক তখনই সামনে এল এক ভিডিও। আর এই ভিডিও দেখে যেন জোঁকের মুখে নুন পড়ল। অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর যে বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল তা একেবারেই নিভে গেল।

ডিভোর্সের জল্পনায় জল ঢেলে বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল দুজনকে। সঙ্গে ছিল আরাধ্যাও। জানা গিয়েছে, বর্ষবরণের ছুটি কাটিয়ে বাড়িতে ফিরেছেন তাঁরা। রয়েছেন একসঙ্গেই। অর্থাৎ বিচ্ছেদের জল্পনা আপাতত জলে।

   
 ⁠

কিছুদিন আগেই ছিল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। এই স্কুলে পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের মেয়ে আরাধ্যা। সেই অনুষ্ঠানে গিয়েই অভিষেক বচ্চন ও ঐশ্বর্যকে চুটিয়ে নাচতে দেখা গেল।আবার কখনো অমিতাভের সঙ্গেও পা মেলাতে দেখা গিয়েছে বচ্চন বধূকে। ।

  
 ⁠

ভিড়ের মধ্যেও বউকে আগলে রেখেছিলেন অভিষেক। ঐশ্বর্যর ওড়না মাটিতে লুটিয়ে পড়েছিল। স্ত্রীকে সেই সময় ওড়না তুলতে সাহায্য করলেন অভিষেক। ছেলে এবং বৌমাকে একসঙ্গে নিয়ে নাতনির অনুষ্ঠান দেখতে গেলেন অমিতাভ।

ফেরার সময় ঐশ্বর্য আরাধ্যা অভিষেককে একই গাড়িতে করে ফিরতে দেখা যায়। এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি বিচ্ছেদের জল্পনা কেবলই জল্পনা? নাকি বিচ্ছেদের গুঞ্জন থেকে চোখ সরাতেই এই পদক্ষেপ?