বিচ্ছেদের মাঝেই নতুন ছবিতে সই করলেন অভিষেক-ঐশ্বর্য! ফের কোন ছবিতে জুটি বেঁধে আসছেন তাঁরা?

Published on:

অভ্যস্ত হয়ে গেছি... সবই অর্থহীন লাগে! বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বিস্ফোরক অভিষেক

নতুন এক হিন্দি ছবি পরিকল্পনা করছেন পরিচালক মণি রত্নম। আর সেখানেই দেখা যেতে পারে ঐশ্বর্য-অভিষেক জুটিকে। বলিউডে জল্পনা এমনটাই। শোনা গিয়েছে, ইতিমধ্যেই ঐশ্বর্য ও অভিষেকের সঙ্গে কথা সেরে ফেলেছেন। তাঁরা নাকি দুজনেই রাজি। কিন্তু এরমধ্যে বিচ্ছেদের জল্পনাও প্রবল। তাই গোটা বিষয়টি কোন দিকে যাবে সেই নিয়ে কৌতূহল ক্রমেই বাড়ছে।

ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। ১৬ বছর সংসার করার পর সম্প্রতি ভাঙন ক্রমেই স্পষ্ট তাঁদের সংসারে। দুই পক্ষই খুলেছে বিয়ের আংটি। আলাদা থাকছেন অনেকদিন আগে থেকেই। তাঁদের মধ্যে যে মসৃণ সম্পর্ক নেই সেই বিষয়টিও সামাজিক অনুষ্ঠানে বারবার প্রকাশ পায়।

   
 ⁠

শোনা যাচ্ছে, বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই জুটি হিসেবে নাকি নতুন ছবি সই করেছেন ঐশ্বর্য ও অভিষেক। ইতিমধ্যেই ঐশ্বর্য ও অভিষেকের সঙ্গে কথা সেরে ফেলেছেন তবে এই ছবি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মণি, ঐশ্বর্য এবং অভিষেক।

  
 ⁠

এদিকে, শোনা যাচ্ছে, অভিষেকের ‘দশভি’ সিনেমার নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। এদিকে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বর্যর একেবারেই বনিবনা নেই। মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী।