জুলাই মাসেই হয়েছে বিচ্ছেদ! ডিভোর্সের খবরে সিলমোহর দিলেন কি অভিষেক?

Published on:

একসঙ্গে সবাইকে খুশি করা সম্ভব না! বিচ্ছেদের জল্পনার মাঝেই একী বলে বসলেন অভিষেক?

ফিকে হচ্ছে সম্পর্ক। একের পর এক ঘটনা যেন প্রমাণ করছে বচ্চনের পরিবারের সঙ্গে ঐশ্বর্যর ফাটলের ছবি। নিজের ব্লগেও সেই ইঙ্গিত দিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। এবার সোশ্যাল মিডিয়ায় অভিষেকের ভিডিও ঘিরে তোলপাড়।

দেখা গেছে ওই ভাইরাল ভিডিওতে, অভিষেক বলছেন জুলাই মাসেই বিচ্ছেদ হয়ে গিয়েছে ঐশ্বর্য এবং তাঁর। তাঁর বয়ানে, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ঐশ্বর্যার ডিভোর্স হয়েছে”। এরপরেই আলোচনা নানান মহলে। সত্যিই কি পথ আলাদা হয়ে গেল দুজনের?

   
 ⁠

না, এই ভিডিওটি সম্পূর্ণ ডিপফেক। প্রযুক্তিকে হাতিয়ার করে এই ভিডিও তৈরি করা হয়েছে। এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিষেকের ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে। হুবহু তাঁর গলা বসিয়ে, তাঁর ছবি ব্যবহার করে এমনভাবে ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে যে এক ঝলক দেখলে মনে হবে যে অভিষেকই তা বলছে। এ ক্ষেত্রে এখনও অভিযোগ দায়ের হয়নি।

  
 ⁠

এই ভিডিও ফেক হলেও ভেতর ভেতর যে ঠান্ডা লড়াই চলছে তা বুঝতে বাকি নেই কারোর। দিন কয়েক আগেই অভিষেক সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের এক পোষ্টে লাইক করেছেন। সেখানে লেখা, “দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক কাটিয়ে একে একে আলাদা হয়ে যাচ্ছেন যুগলরা। কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা, কেন বাড়ছে বিবাহবিচ্ছেদ?”

পোস্টে আরও লেখা , “বিবাহবিচ্ছেদ কারও জন্যই সহজ নয়। হাসিখুশি জীবনের স্বপ্ন কে না দেখেন? প্রবীণ দম্পতি হাত ধরে রাস্তা পার হচ্ছেন, এমন মন ভাল করা দৃশ্য নিজের জীবনে প্রয়োগ করতে কে না চান। তাও কখনও কখনও জীবন আমাদের ইচ্ছে অনুযায়ী চলে না। কিন্তু ছোট-বড় সব কিছুর জন্য পরস্পরের উপর নির্ভর করা যুগলেরা কেন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন? কেন সম্পর্কের সুতো ছিড়ে বেরিয়ে যান তাঁরা, তার পর কী করে জীবনের সঙ্গে মানিয়ে নেন তাঁরা”। বিবাহ বিচ্ছেদের এই পোস্টে অভিষেকের ‘লাইক’ করা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

তাঁদের দাম্পত্য নিয়ে এযাবৎ যা কিছু শোনা গিয়েছে, তা নিয়ে কোনও প্রতিক্রিয়াই জানাননি অভিষেক এবং ঐশ্বর্যা। জল্পনা মেনেও নেননি, আবার পত্রপাঠ খারিজও করে দেননি। কিন্তু কয়েকদিনের তাঁদের কর্মকাণ্ডে বিচ্ছেদের জল্পনাই যেন আরও স্পষ্ট হচ্ছে।