কেবিসির সেটে বাবাকে কাঁদিয়ে ছাড়লেন অভিষেক! কী এমন বললেন জুনিয়র বচ্চন?

Published on:

একের পর এক ব্যর্থতা, অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক! ছেলেকে কীভাবে মূলস্রোতে ফেরালেন অমিতাভ?

দু’ দশক পেরিয়ে কেবিসি আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়। গতবছর কেবিসির ১৫তম মরশুম শেষ হয়েছিল। কিন্তু অগুনতি ভক্তের ভালোবাসায় ফের শুরু হয়েছে এই কুইজ শো। ১৬তম সিজন দেখানো শুরু হয়েছে। রাত ৯টায় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে এই অনুষ্ঠান দেখানো শুরু হয়েছে। এই কৌন বনেগা ক্রোড়পতির এপিসোডে এসেই বাবাকে কাঁদিয়ে ছাড়লেন অভিষেক বচ্চন। কী এমন ঘটল সেটে?

একটা প্রোমোতে দেখা যাচ্ছে অভিষেক বসে রয়েছেন অমিতাভের উল্টো দিকে।কৌন বনেগা ক্রোড়পতি ১৬ তে আই ওয়ান্ট টু টক ছবিটির প্রচারে আসতে চলেছেন অভিষেক বচ্চন এবং সুজিত সরকার। আর ছেলের কথায় চোখের জল মুছছেন অমিতাভ। কিন্তু হঠাৎ কী এমন হল যে চোখের জল ফেলতে হল বিগ বিকে?

   
 ⁠

প্রোমোতে অভিষেক বলছেন, “পা, আমি জানি না এটা বলা উচিত কিনা। আশা করব মানুষ আমায় ভুল বুঝবে না। কিন্তু আমরা আজ এখানে বসে আছি, রাত ১০ টা বেজে গিয়েছে, সকাল সাড়ে ৬ টায় আমার বাবা বাড়ি থেকে বেরিয়েছে যাতে আমরা আরাম করে ৮-৯ টা অবধি ঘুমাতে পারি। কেউ এই বিষয়ে বেশি কথা বলেন না যে একজন বাবা তাঁর সন্তানের জন্য কী কী করেন, কারণ উনি চুপচাপ করেন”।

  
 ⁠

২০০০ সালের ৩ জুলাই টেলিভিশনে প্রথম শুরু হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ২৪ বছর পেরিয়ে এবার সেই অনুষ্ঠান ১৬তম সিজনে প্রবেশ করেছে। একটি বিভাগের নাম ‘স্পেশাল ট্যুইস্ট’, একটি নতুন অপশনের নাম ‘দুগনাস্ত্র’ বলে এবারের সিজনে নতুন কিছু বিষয় যোগ করা হয়েছে। ষষ্ঠ প্রশ্ন থেকে দশম প্রশ্নের মধ্যে ‘দুগনাস্ত্র’ ব্যবহার করতে পারবে। সঠিক উত্তর দিলে তাঁরা পাবেন দ্বিগুণ অর্থ। বোনাস প্রশ্ন থাকবে এবার যার নাম ‘সুপার সওয়াল’ যা প্রথম ৫ প্রশ্নের পর হাজির হবে।

অমিতাভ বচ্চন যখন ২০০০ সালে উদ্বোধনী কেবিসি মরসুম হোস্ট করতে রাজি হয়েছিলেন, তখন তিনি কেরিয়ারের সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে ছিলেন। দ্বিতীয় সিজনের পর নাম প্রত্যাহার করেন তিনি। তৃতীয় সিজনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শাহরুখ খান। কিন্তু ভক্তদের টানে চতুর্থ সিজন থেকে ফের আসেন সঞ্চালকের ভুমিকায়। সেই থেকে এখনও প্রতিযোগীদের হট সিটের বিপরীত দিকের আসন টা তাঁর জন্যই বরাদ্দ।