বিনোদন

ফের বিয়ের সানাই টলি পাড়ায়! ছাদনা তলায় যাচ্ছেন অভিষেক, পাত্রী কে জানেন?

ফের বিয়ের সানাই বেজেছে টালিগঞ্জে। এবার বিয়ের পিঁড়িতে বসতে অভিনেতা অভিষেক বসু। বোঝে না সে বোঝে না ধারাবাহিকে প্রথম কাজ করেন তিনি। এরপরেই ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতার সঙ্গে দর্শকদের মন জয় করেছেন।

নেতাজি ধারাবাহিকে সুভাষচন্দ্র বোসের চরিত্রে তাঁর অভিনয় তাক লাগিয়েছে। এরপর ‘গঙ্গারাম’ চরিত্রেও নজর কাড়েন তিনি। এবার এই পর্দার নেতাজিরই বিয়ের সানাই বাজল।

জানা গিয়েছে, অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে চার হাত এক হবে। প্রায় দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এর আগেও অবশ্য ছোটপর্দার এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। কিন্তু সেই সম্পর্ক টেকেনি।

যদিও চূড়ান্ত তারিখ ঠিক হয়নি এখনো। তবে এই বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুর দিকেই তাঁরা বিয়ে করবেন বলে জানিয়েছেন। তবে বিয়ের জন্য শীতকালকেই বেছে নিতে চান এই যুগল।

Back to top button