বিচ্ছেদের মাঝেই নয়া গুঞ্জন! স্ত্রী-কন্যাকে নিয়ে কি আলাদা থাকার তোড়জোড় শুরু অভিষেকের?

Avatar

Published on:

বিচ্ছেদের মাঝেই নয়া গুঞ্জন! স্ত্রী-কন্যাকে নিয়ে কি আলাদা থাকার তোড়জোড় শুরু অভিষেকের?

নানান কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিতর্কে জড়িয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। কখনো পারিবারিক কারণে আবার কখনো পেশাগত কারণে বারবার বিতর্কের শিরোনামে এসেছেন তিনি। অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক নিয়েও চলছে নানান কাটাছেঁড়া। এবার শোনা গেল নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন অভিষেক। তাহলে কি পরিবারকে ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকবেন জুনিয়র বচ্চন?

মুম্বইয়ের বোরিভালি এলাকার ওবেরয় রিয়েলটির ওবেরয় স্কাই সিটি প্রজেক্টে ১৫.৪২ কোটি টাকায় ছ’টি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক বচ্চন। নথি অনুযায়ী প্রতি বর্গফুট ৩১,৪৯৮ টাকা দামে মোট ৪,৮৯৪ বর্গফুট জায়গা কিনেছেন বলিউড অভিনেতা।

   
 ⁠

জলসার কাছাকাছিই একটি বাড়ি কিনেছেন তিনি। অভিষেকের এই নতুন বাড়ি থেকে দেখা যায় সমুদ্রের ঢেউ। প্রশ্ন উঠছে, কেন বিচ্ছেদের জল্পনার মধ্যে নতুন বাড়ি কিনলেন অভিষেক?

  
 ⁠

এদিকে দুবাইতে নিজের বাড়ি রয়েছে ঐশ্বর্যর। সেই বাড়িকে মনের মত করে সাজিয়ে তুলেছেন তিনি। তার ওই বাড়ির মূল্য ১৫ কোটি টাকা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই বাড়িতে থাকতে দুবাইয়ে উড়ে যাবেন ঐশ্বর্য। তবে সেটা পাকাপাকি ভাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকছেই।