আজকের প্রজন্ম বাবা মায়ের উপর ভরসা করে না, আরাধ্যাও অন্যথা নয়! মেয়েকে নিয়ে অকপট অভিষেক

Published on:

আজকের প্রজন্ম বাবা মায়ের উপর ভরসা করে না, আরাধ্যাও অন্যথা নয়! মেয়েকে নিয়ে অকপট অভিষেক

এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। অভিষেক এবার নতুন প্রজন্মদের নিয়ে মুখ খুললেন।

অভিষেক বলেন, “আমাদের সময় বাবা-মা যা বলত, তা-ই করতে হত। এখনকার ছেলেমেয়েরা প্রশ্ন করতে পারে। তাদের জানার আগ্রহ অনেক। তারা কিছু জানার জন্য বাবা-মার উপর ভরসা করে না, বরং গুগল করে নেয়”।

   
 ⁠

এই ক্ষেত্রে অন্যথা নয় তাঁর কন্যা আরাধ্যাও। অভিষেক বলেন, “এই প্রজন্মের ছেলেমেয়েরা বড়দের সম্মান করে চলতে পারে না। এই প্রজন্মের ছেলেমেয়েরা ভালবাসা ছাড়া আর কোনও কিছুর জন্যই বাবা-মায়ের উপর নির্ভরশীল নয়”।

  
 ⁠

কিছুদিন আগে অভিষেক এক সাক্ষাৎকারে বলেন, “আমার নাম নিয়ে ভীষণ গর্বিত। আমার ঠাকুরদা আমার এই নাম দিয়েছিলেন। শুধুমাত্র নাম নয় এই পদবী নিয়েও আমার ভীষণ গর্ব হয়। আমার ঠাকুরদার জন্যই যে পরিমাণ সম্মান আমি পেয়েছি তা আজীবন করতে চাই আমি। আশা রাখছি আমার মেয়ে আরাধ্যাও যেন আমার পদবীর মর্যাদা রাখতে পারে। যেন সেই পদবীকে সম্মান করতে পারে”।

অভিষেকের কথায়, “আমি আজ যা তা শুধুমাত্র আমার পরিবারের জন্য। আমি যা করি তা আমার পরিবারের আগামী ও ভবিষ্যতের জন্যই। তাঁদের মতামত আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ”।