সময় সবার সব সময় এক যায় না। ধৈর্য আর মনোবলের সঙ্গে সেই খারাপ সময়কে অতিক্রম করতে হয়। ঠিক তেমনটাই করেছিল বচ্চন পরিবার। ৯০ দশকের শেষের দিকে যখন প্রযোজনা সংস্থা খুলে ডুবতে বসেছিলেন অমিতাভ বচ্চন ঠিক তখনই আদর্শ ছেলের মত কাজ করেছিলেন অভিষেক। বাবার পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি।
৯০ দশকের শেষের দিকে প্রযোজনা সংস্থা খুলে ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু ধার দেনা বেড়ে যেতে দেয়ালে পিঠ ঠেকে যায় তার। পরিস্থিতি আন্দাজ করে বিদেশে কলেজের পড়া ছেড়ে দেশে ফিরে আসেন অভিষেক। যোগ দেন বাবার প্রযোজনা সংস্থায়। সেই সময় এই সংস্থায় চা বানানোর কাজ করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে অভিষেক জানান, তার বাবার প্রযোজনা সংস্থার সিইও ছিলেন তাঁরই বন্ধু সিকন্দরের বাবা গৌতম বেরি। তিনি অভিষেককে চা বানানোর প্রস্তাব দেন কারণ অন্য কেউ চা বানালে নাকি চিনি বেশি খরচ হয়ে যাচ্ছিল। কাজল-অজয় দেবগণের এক ছবির শুটের সময় বেঞ্চে শুতে হয়েছিল অভিষেককে। নিজের ঘর ছেড়ে দিয়েছিলেন দুই স্টারকে।
তবে ভাগ্যের চাকা ঘুরেছিল মহাব্বতে ছবির মধ্যে দিয়ে। সোনি সংস্থার উদ্যোগে ও মহব্বতে ছবির জন্য ঘুড়ে দাঁড়ান বিগ বি। সেই সময় রিফিউজি ছবি দিয়ে ডেবিউ করেন অভিষেকও। ধীরে ধীরে আবার সবকিছু স্বাভাবিক হয়। অভাব কাটিয়ে উঠে দাঁড়ায় বচ্চন পরিবার।