অমিতাভের সম্পত্তির অর্ধেক লিখে দিতে হবে অভিষেককে! বিগ বি শর্ত না মানতেই বিরাট ক্ষতি অভিষেকের জীবনে

Published on:

একের পর এক ব্যর্থতা, অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক! ছেলেকে কীভাবে মূলস্রোতে ফেরালেন অমিতাভ?

এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। তবে ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীর সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েও ভেস্তে যায় শুধু মাত্র অভিষেকের টাকা ছিল না বলে।

শোনা যায় একসময় অভিষেকের সঙ্গে প্রেম করতেন করিশ্মা কাপুর তারা বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু করিশ্মার মায়ের আপত্তি থাকায় সেই বিয়ে হয়নি এরপর সম্পর্ক এগোয় তিক্ততার দিকে। দুই পরিবারের মধ্যে কোন সম্পর্কই ছিল না। তারপর স্বাভাবিকভাবেই ঐশ্বর্যর সঙ্গে বিয়ে হয় অভিষেকের।

   
 ⁠

কারণ হিসেবে জানা যায়, করিশ্মা কাপুরের মা চেয়েছিলেন অমিতাভ বচ্চন যেন তাঁর সম্পত্তির অর্ধেক অভিষেকের নামে লিখে দেন। এই শর্তে রাজি হননি অমিতাভ বচ্চন। ফলে এই সম্পর্কে এখানেই ইতি টানতে হয় জুনিয়ার বচ্চনকে। ভেঙে যায় সম্পর্ক।

  
 ⁠

এই নিয়ে যখন প্রায়শই চর্চা হয় তখন এই স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুলেছিলেন খোদ অমিতাভ বচ্চন। তিনি বলেন, এই বিষয়টি বেশ স্পর্শকাতর ছিল৷ যা থেকে বেরিয়ে আসা মোটেও সহজ ছিল না৷ তাঁর কথায়, “তিনি এই শিক্ষা পান তাঁর বাবার থেকে৷ অমিতাভের বাবা বলেছিলেন যে, নিজের ইচ্ছায় যা হয়, তা ভাল৷ যদি না হয় তাহলে আরও ভাল, কারণ তা ঈশ্বরের মতে হয়৷ কারণ ঈশ্বর কখনও কারও খারাপ চান না৷”