ঐশ্বর্য প্রথম এই কাজ করতে শিখিয়েছিল! অভিষেকের সাক্ষাৎকার ঘিরে আলোচনা শুরু সোশ্যাল মিডিয়ায়

Published on:

রঙমিলান্তি পোশাকে নজর কাড়লেন ঐশ্বর্য-অভিষেক! ক্রমেই নিভছে বিচ্ছেদের জল্পনা

এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের পসম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। এবার অভিষেকের এক পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হল। যেখানে তাঁকে স্ত্রী ঐশ্বর্যকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে।

সম্প্রতি এক ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে শোনা যাচ্ছে অভিষেক ঐশ্বর্যকে নিয়ে তাঁদের দাম্পত্যের কথা বলছেন। সঙ্গে অবশ্যই কৃতজ্ঞতা জানিয়েছেন।

   
 ⁠

অভিষেক ঐ ভিডিওতে বলছেন শোনা, “ঐশ্বর্যই তাঁকে শিখিয়েছে, কীভাবে এই প্রথম ট্রোলকে গ্রহণ করতে হয়। অভিষেকের কথায়, আমার স্ত্রী একবার আমায় বলেছিল, তুমি ১০,০০০ ভাল বার্তা পাও, কিন্তু ওই একটা নেগেটিভ কমেন্টের জন্য তোমার খারাপ লাগে। তোমার পজিটিভ গুলোকেই গ্রহণ করা উচিত। সুন্দর পৃথিবীটাকে উপভোগ করা উচিত। তাই আমি প্রতিটা ক্ষেত্রেই বিষয়গুলোকে পজিটিভিটির সঙ্গে গ্রহণ করে থাকি।”

  
 ⁠

কিন্তু এত কিছুর পরেও বচ্চন পরিবারের চিড় কিছুতেই জোড়া লাগছে না। দূরত্ব যেন ক্রমেই বাড়ছে। তবে অনুরাগীরা চাইছেন সমস্ত কিছু মিটিয়ে আবার একই ছাদের তলায় থাকুক অভিষেক-ঐশ্বর্য।