এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। এবার অভিষেকের এক সাক্ষাৎকার ভাইরাল হল। যেখানে নিজের মেয়ে আরাধ্যকে নিয়ে বেশ কিছু কথা বলতে শোনা যাচ্ছে তাঁকে।
সম্প্রতি ‘বি হ্যাপি’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন অভিষেক। সেখানে সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। কন্যার সঙ্গে পিতার সমীকরণ তুলে ধরা হয়েছে ছবিতে। এই ছবিতে কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে আরাধ্যার কথা মনে পড়েছে তাঁর। এমনটাই জানিয়েছেন অভিষেক।
জুনিয়র বচ্চন এক সাক্ষাৎকারে জানান, “বাস্তবের সঙ্গে যোগ তৈরি করা গেলে, ছবির চরিত্র আরও ভাল করে ফুটিয়ে তোলা আরও সহজ হয়ে ওঠে। বাস্তবের অভিজ্ঞতা থেকে আবেগ ফুটিয়ে তোলা সম্ভব হয়”। তিনি আরও বলেন, “অভিনেতা হিসেবে আমরা সবাই সব সময়ে ব্যক্তিগত জীবনের সঙ্গে যোগ খোঁজার চেষ্টা করি। বাস্তবের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে ফেলে, অভিনয় আরও সহজ হয়ে ওঠে। নিখুঁত ভাবে চরিত্রটি ফুটিয়ে তোলা যায়”।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল অভিষেকের অভিনীত আই ওয়ান্ট টু টক। সেখানেও বাবা- মেয়ের গল্পই বলা হয়েছে। সেই শুটিং ফ্লোরেই অভিনয় করতে গিয়ে মেয়েকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিষেক। একসঙ্গে গলা মেলাতে শোনা যায় পরিচালক সুজিত সরকারকেও।
পরিচালক সুজিত বলেন, ছবির বেশ কিছু দৃশ্যে আমারও প্রচন্ড কষ্ট হয়েছে কারণ আমি মেয়ের বাবা৷ অভিষেকও বলেছেন পর্দার মেয়ের সঙ্গে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে আরাধ্যার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করছেন৷
সুজিত সরকার এক সাক্ষাৎকারে জানান, ছবিতে যেহেতু বাবা ও মেয়ের সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে, সেই কারণেই ছবিটির সঙ্গে জুড়ে গেছেন অভিষেক৷