সত্যান্বেষীর গালের কাটা দাগই এখন বিউটি স্পট! এই দাগের পেছনের রহস্য জানেন?

Published on:

সত্যান্বেষীর গালের কাটা দাগই এখন বিউটি স্পট! এই দাগের পেছনের রহস্য জানেন?

বাঙালির ব্যোমকেশ বললে প্রথমেই যার কথা মাথায় আসে তিনি হলেন আবির চট্টোপাধ্যায়। অভিনেতার ক্যারিশমায় পাগল তার অনুগামী মহল। বাঙালির এই সত্যান্বেষীর গালে একটি কাটা দাগ রয়েছে। যা আপাতত তার বিউটি স্পটে পরিণত হয়েছে। কিন্তু এই দাগের পেছনের রহস্য জানেন?

জানা যায় জন্ম থেকে এই দাগ আবীর চট্টোপাধ্যায়ের গালে ছিল না। তবে একটি বিশেষ ঘটনার পর থেকে এই দাগ হয়ে গিয়েছে তার গালে। যা আর কোনদিন মেটানো সম্ভব হয়নি। ফলে এই দাগ থেকে গিয়েছে অভিনেতার গালে। যা এখন তার রীতিমত আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।

   
 ⁠

শোনা যায় ছোটবেলায় সাইকেল নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিলেন আবির। মূলত সাইকেল নিয়ে যাওয়ার সময় তার সাইকেলের সামনে একটি বিড়াল চলে আসে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান অভিনেতা। সাইকেলের হাতলটি লাগে তার গালে। সেই থেকেই তার গালে এই ক্ষত চিহ্ন রয়ে গেছে।

  
 ⁠

ফাটাফাটির পর বহুরূপী, রক্তবীজ ছবিতে দেখা গেছে তাঁকে। সেখানে তাঁর অভিনয় রীতিমত প্রশংসার দাবি রাখে। শহরের বহু প্রেক্ষাগৃহে দাপিয়ে চলেছে এই সিনেমা। আপাতত বিভিন্ন জায়গায় এই সিনেমার প্রিমিয়ার এবং প্রচারের জন্য ব্যস্ত রয়েছেন অভিনেতা।