রেল লাইনের ধারে এবড়ো খেবড়ো পাথর ছড়ানো থাকে সবসময়। কখনো কি মাথায় এসেছে কেন এবড়ো খেবড়ো পাথরই ছড়ানো থাকে? রেললাইনে কেন মসৃণ পাথর ছড়ানো থাকে না সেই নিয়ে কি কখনো প্রশ্ন জেগেছে মাথায়?
ভারত নয় বিশ্বের সমস্ত দেশেই রেললাইনে এমন পাথর ছড়ানো থাকে। এর পেছনে অবশ্যই বৈজ্ঞানিক কারণ রয়েছে। আসল কারণ হলো দুর্ঘটনা এড়াতেই অমসৃণ পাথর রাখা হয়। যদি মুসলিম পাথর রাখা হতো তাহলে দুর্ঘটনার আশঙ্কা থাকতো বহু গুণে বেশি।
গ্রানাইট পাথরগুলি এবড়ো খেবড়ো ও ভারী হওয়ায় সেগুলি এই কম্পন সহ্য করে একই জায়গায় থাকে। কিন্তু গোল নুড়ি রাখা হলে তা গড়িয়ে যেতে পারে এবং বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। সেই কারণেই গোটা বিশ্বে রেল লাইনে এই এবড়ো খেবড়ো পাথর রাখা থাকে।
রেল ট্র্যাকের বেস তৈরি করার জন্য এই অমসৃণ পাথর রাখা হয়। এই পাথরগুলি থাকে গ্রানাইট পাথর। একে বলা হয় ট্র্যাক ব্যালাস্ট। এই পাথর রাখার একাধিক উপকারিতা রয়েছে। এই ট্রাক ব্যালাস্ট দেওয়ার ফলে লাইন সোজা এবং সমান্তরাল থাকে।