এসির বিল দিতে গিয়ে নাজেহাল? এই টিপস মাথায় রাখুন, এক মুহূর্তেই হবে বাজিমাত

Published on:

এবার মধ্যবিত্তের নাগালেই স্বল্প দামে দারুন এসি! নতুন প্রোডাক্ট আনল টাটা গ্রুপ

তাপমাত্রা রোজই নতুন করে তার রেকর্ড তৈরি করছে। তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। ফ্যান বা এসি ছাড়া এক মুহুর্ত থাকাও যেন অসহনীয় হয়ে গেছে। এসিও চলছে সর্বক্ষণ। আর মাসের শেষে দেখা যাচ্ছে বিদ্যুতের বিল একেবারে ঘাম ঝরিয়ে ছাড়ছে। কিন্তু এই কয়েকটা টিপস মনে রাখলেই বিদ্যুৎ বিলে সাশ্রয় হবে অনেকটাই।

ঘণ্টার পর ঘণ্টা এসি চালালে হু হু করে বাড়ে বিদ্যুতের বিল।ইলেক্ট্রনিক্সের শোরুমগুলিতে এসি কিনতে দিন দিন ভিড় বাড়ছে। চাহিদা অনুযায়ী যোগান মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরাও। এদিকে এসি কিনেও বিপদে পড়ছেন অনেকে। বেলাগাম বিদ্যুতের বিল দিতে গিয়ে নাজেহাল অবস্থা হচ্ছে।

   
 ⁠

এসি শুধু চালালেই হয় না। তার বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। এসিতে অনেক ধরনের মোড থাকে। সেগুলি মূলত বাইরের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য। তাই এত কিছু বুঝতে না পারলে অটো মোডে এসি করে রাখুন। এতে বিল কম উঠবে। একইসঙ্গে টেকসইও হবে।

  
 ⁠

ঘরের তাপমাত্রা নির্ধারণের মধ্য দিয়ে কাজ করতে থাকে এসি-র অটো মোড।ঘরের তাপমাত্রা অনুযায়ী এই অটো মোড এসি-র কম্প্রেসর চালু করে দেয়। ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর বন্ধ করে দেয়। এরই জেরে কমে বিদ্যুতের বিল।