গসিপ

ফের বিচ্ছেদের সুর টলিউডে! বিয়ে ভাঙছে ইন্দ্রশিষের? সম্পর্কের টানাপোড়েন নিয়ে কি বললেন অভিনেতা?

টালিগঞ্জে ফের প্রেম ভাঙার গুঞ্জন। পুজোর আগেই বিষাদের সুর। কান পাতলেই শোনা যাচ্ছে, ঋত্বিক আর শ্রীতমার মধ্যে নাকি দূরত্ব বাড়ছে। আবার শোনা যাচ্ছে ইন্দ্রাশিসের সম্পর্কের ভাঙন নিয়ে নানা খবর। তবে সঠিক সময়ে এই নিয়ে জবাব দিলেন অভিনেতা।

কয়েক দিন ধরেই টালিগঞ্জে গুঞ্জন ছড়িয়েছে ইন্দ্রাশিস চক্রবর্তীর নাকি বিচ্ছেদ হতে চলেছে। স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ছে অভিনেতার। তবে হঠাৎ হলো টা কী যার জন্য দূরত্ব বাড়ছে? এইসব প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে তখনই অভিনেতা জানালেন আসল বিষয়টি।

এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাফ বিষয়টি উড়িয়ে দেন। বলেন, “এ খবরের কোনও সত্যতা নেই। একেবারেই গুঞ্জন”। অর্থাৎ তাঁদের মধ্যে কোনও রকম সমস্যা তৈরি হয়নি। তাঁরা দিব্যি আছেন। তবে এই গুঞ্জন আদৌ সত্যি কিনা সেটা অবশ্য সময় বলবে।

প্রসঙ্গত, ২০০৯ সালে টেলিভিশন সিরিজ ‘চ্যাম্পিয়ন’-এর মাধ্যমে অভিনয় জীবনের শুরু করেছিলেন। যদিও তার আগে শর্ট ফিল্মের সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ‘গানের ওপারে’ ধারাবাহিকে টিনটিনের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন ইন্দ্রশিস। তারপর একের পর এক ওয়েব সিরিজ করে হাত পাকিয়েছেন অভিনেতা।

Back to top button