নতুন বছর মানেই নতুন কিছু করার উদ্যম। নতুন করে নেওয়ার রেজলিউশন। পুরনো যত ভুল ত্রুটি আছে সেগুলোকে ঝেড়ে ফেলে আবার নতুনের উদ্দেশ্যে এগিয়ে চলা। সেরকম আমাদের তারকারাও বছরের শুরুতেই বেশ কিছু রেজলিউশন নিলেন। দেখে নেওয়া যাক সেই রেজলিউশন কী?
এক সংবাদ মাধ্যমকে পরমব্রত জানিয়েছেন তার নতুন বছরের লক্ষ্য, ২০২৪ সালে সিগারেট ছেড়েছিলাম। ইলেকট্রনিক সিগারেটে (ভ্যাপ) টান দিতাম এই একবছর। তবে পঁচিশে সেটাও ছেড়ে দেব। এটাই আমার রেজলিউশন।
আবিরের চাওয়াটা অবশ্য সবার জন্যই। সে চায় সকলেই যেন সুস্থ স্বাভাবিক থাকে এবং ভালো থাকে। স্বস্তিকা দত্ত অবশ্যই নিজেকেই প্রাধান্য দিচ্ছেন। তিনি জানাচ্ছেন, নতুন বছরে আরো বেশি করে শরীরচর্চায় মন দেবেন। কাজের ক্ষেত্রে আরো দক্ষ হবেন। বেশি করে জিমে যাবেন।
ঋতব্রত মুখোপাধ্যায় বলছেন, ২০২৫ সাল থেকে যেন তিনি আরো মন দিয়ে কাজ করতে পারেন। পরিবার, বন্ধু-বান্ধবদের নিয়ে যেন আরো এক সঙ্গে থাকতে পারেন। সকলেই যেন সুস্থ থাকে, ভালো থাকে।